নিয়মিত ব্যায়ামে মিলবে পুরস্কার

লুমিহেলথ অ্যাপ ব্যবহার করে অনুশীলন করলে মিলবে পুরস্কার
ছবি: অ্যাপল

দিন কয়েক আগেই সিঙ্গাপুরে ভাসমান দোকান চালু করে খবরের শিরোনাম হয়েছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। আজ আরেকটি খবর ইন্টারনেটজুড়ে ভেসে বেড়াচ্ছে। সিঙ্গাপুর সরকারের সঙ্গে যৌথভাবে দেশটির নাগরিকদের স্মার্ট ঘড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করবে অ্যাপল। এ জন্য ব্যবহারকারীকে পুরস্কৃতও করা হবে বলে অ্যাপলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অ্যাপল ওয়াচের জন্য তৈরি স্বাস্থ্যবিষয়ক অ্যাপ ‘লুমিহেলথ’ ব্যবহার করলে দেশটির নাগরিকদের পুরস্কার দেওয়া হবে। হাঁটা, সাঁতার কিংবা যোগব্যায়ামের মতো অনুশীলন এবং সপ্তাহে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য অ্যাপটি ব্যবহারকারীকে উদ্বুদ্ধ করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারেও মনে করিয়ে দেবে এটি। সাপ্তাহিক লক্ষ্য পূরণ করলে দুই বছর ধরে মোট ২৮০ মার্কিন ডলার পর্যন্ত পাবেন ব্যবহারকারী।

অ্যাপলের ভাষ্যমতে, সিঙ্গাপুরের সঙ্গে তাদের এমন চুক্তি বিশ্বে এই প্রথম। অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস এক বিবৃতিতে বলেছেন, ‘সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত।’ দিন দুয়েক আগেই দুটি স্মার্ট ঘড়ির ঘোষণা দিয়েছে অ্যাপল। এর একটিতে ব্যবহারকারীর রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের সুবিধা রয়েছে।
গণসমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার জন্য সিঙ্গাপুর সুপরিচিত।

সাপ্তাহিক লক্ষ্য পূরণ করলে জমা হবে পয়েন্ট। এই পয়েন্টের ভিত্তিতেই পুরস্কৃত করা হবে ব্যবহারকারীকে
ছবি: অ্যাপল

করোনাভাইরাসের বিস্তৃতি রোধে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ ছেড়েছে এ বছর। পার্কে সামাজিক দূরত্ব বজায় রাখার দায়িত্ব দিয়েছিল এক রোবট কুকুরকে। আর অ্যাপলের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছে সিঙ্গাপুর সরকার। অন্তত বছর দুয়েক তো হলোই। আর নতুন চুক্তির মেয়াদ দুই বছর, শুরু হচ্ছে আগামী মাসে।

সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের সব প্রান্তে আমরা সবাই যদিও কোভিড-১৯ চ্যালেঞ্জের মোকাবিলা করছি, তবু আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে যেতে হবে। আর ব্যক্তিগত স্বাস্থ্যে বিনিয়োগের চেয়ে ভালো বিনিয়োগ আর কিছু হতে পারে না।’