পেপ্যাল ছাড়া দেশ থেকে বিদেশে প্রিমিয়াম টুল কেনার উপায়

অনলাইন লেনদেন। ছবি: রয়টার্স
অনলাইন লেনদেন। ছবি: রয়টার্স

নতুন ফ্রিল্যান্সারদের কাজের খাতিরে বিভিন্ন রকম প্রিমিয়াম টুল ব্যবহারের প্রয়োজন। বাংলাদেশে এখনো পেপ্যাল নেই। তবে বাংলাদেশ থেকে কীভাবে সহজে টাকা দিয়ে কিনে এসব প্রিমিয়াম টুল ব্যবহার করা যাবে, তা অনেকেই জানতে চান।

আমাদের দেশে পেপ্যাল না থাকলেও প্রিমিয়াম টুল বা অনলাইনে লেনদেন করার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। এর মধ্যে প্রথমেই আসে পেওনিয়ারের মাস্টারকার্ড, যেটি আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফরমাশ জানাতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনি অধিকাংশ অনলাইন পেমেন্ট করতে পারবেন।

এরপর আপনি চেষ্টা করতে পারেন ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, যেটি আমাদের দেশে বেশ কিছু বেসরকারি ব্যাংক ইস্যু করে থাকে। আপনি চাইলে ডলার এনডোর্স করতে পারেন এবং এর মাধ্যমে অনলাইনে লেনদেন করতে পারেন।