প্রযুক্তি খাতের যে ১০ কাজে বেতন সবচেয়ে বেশি

তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে সরাসরি যুক্ত পেশাজীবীদের চেয়ে তাঁদের ব্যবস্থাপকেরা সচরাচর পারিশ্রমিক বেশি পেয়ে থাকেন। তবে আয়ের ব্যবধানটা ক্রমেই কমছে।

গত বছর জুড়ে তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে সরাসরি যুক্ত পেশাজীবীদের আয় বেড়েছে
পিক্সাবে

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের বেতন নিয়ে প্রকাশিত ‘ডাইস ২০২১ টেক স্যালারি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং সমপর্যায়ের নির্বাহীদের বেতন ২০১৯ সালের তুলনায় গত বছর ১ দশমিক ৭ শতাংশ কমেছে।

এদিকে আয়ের বিচারে তাঁদের ঠিক পরের সারির কর্মী, অর্থাৎ সিস্টেম আর্কিটেক্টদের বেতন একই মেয়াদে বেড়েছে ওই ১ দশমিক ৭ শতাংশ হারেই। গেল বছর তাঁদের গড় বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ৬৫৮ ডলার। গড় বেতনের বিচারে এর পরেই রয়েছেন ক্লাউড প্রকৌশলীরা। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে এই পেশাজীবীদের গড় বার্ষিক বেতন ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৭৯ ডলারে। আর সাইবার নিরাপত্তা প্রকৌশলীদের বেতন বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ, গড় বার্ষিক বেতন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৪০ ডলার। তা ছাড়া কর্মীদের কাজ অনুযায়ী মূল বেতনের বাইরে কখনো কখনো বোনাস এবং শেয়ারের ভাগও দেওয়া হয়, যা এখানে উল্লেখ করা হয়নি।

বার্ষিক জরিপের অংশ হিসেবে বেতনের এই তথ্যগুলো সংগ্রহ করে ডাইস। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ৯ হাজার ১৪৩ জন পেশাজীবীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করে তারা।

বার্ষিক বেতনের বিচারে ২০২০ সালে প্রযুক্তি খাতের শীর্ষ ১০ পেশা

দক্ষতা বার্ষিক গড় বেতন
আইটি ব্যবস্থাপনা ১,৪৩,৪১৬ ডলার
সিস্টেমস আর্কিটেক্ট ১,৪০,৬৫৮
ক্লাউড প্রকৌশলী ১,৩৬,৪৭৯
সাইবার নিরাপত্তা প্রকৌশলী ১,৩৪,৩৪০
ডেটা আর্কিটেক্ট * ১,৩৩,৩৪০
প্রোগ্রাম ব্যবস্থাপক ১,২২,৮১৮
ব্যবস্থাপনা পরামর্শক ১,২১,৬১৯
পণ্য ব্যবস্থাপক ১,২০,৫৮৪
ডেটাবিজ্ঞানী * ১,১৯,৮৯৮
এমআইএস ব্যবস্থাপক ১,১৯,৮৭৭
* ১০০ জনের কম পেশাজীবীদের তথ্যের গড়
সূত্র: আইইইই স্পেকট্রাম/ডাইস

করোনা মহামারির গেল বছরে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন বেড়েছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের। ডাইসের প্রতিবেদনে এর কারণ হিসেবে বলা হয়েছে, কর্মীরা ঘরে থেকে কাজ করায় সাইবার হামলার আশঙ্কা বেড়ে গিয়েছিল। এ সময়ে ডেটা বিজ্ঞানীদের গড় পারিশ্রমিকও বেশ বেড়েছে।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যে পেশাজীবীদের বেতন বাড়ার হার সবচেয়ে বেশি

পেশা বেতন বৃদ্ধি বার্ষিক গড় বেতন
১. সাইবার নিরাপত্তা বিশ্লেষক ১৬.৩% $১,০৩,১০৬
২. ডেটাবিজ্ঞানী * ১২.৮ ১,১৯,৮৯৮
৩. ডেভঅপস প্রকৌশলী ১২.২ ১,১৫,১২৫
৪. ক্লাউড প্রকৌশলী ৬.৩ ১,৩৬,৪৭৯
৫. বিজনেস অ্যানালিস্ট ৫.৩ ৯৭,৬৩৩
৬. ওয়েব ডেভেলপার ৪.৯ ৮১,৫৫০
৭. ডেটা প্রকৌশলী ৪.৭ ১,১৮,৬২১
৮. সাইবার নিরাপত্তা প্রকৌশলী ৪.৩ ১,৩৪,৪০০
৯. ডেটা আর্কিটেক্ট ৩.২ ১,৩৩,০৬৪
১০. এমআইএস ব্যবস্থাপক ২.৫ ১,১৯,৮৭৭
* ১০০ জনের কম পেশাজীবীদের তথ্যের গড়
সূত্র: আইইইই স্পেকট্রাম/ডাইস

আর যদি নির্দিষ্ট বিষয়ে দক্ষতার কথা বলা হয়, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিংবিষয়ক সফটওয়্যার ‘টেনসরফ্লো’ ডাইসের তালিকায় সবার ওপরে রয়েছে। যাঁরা টেনসরফ্লো নিয়ে কাজ করেন, তাঁদের বার্ষিক গড় বেতন ১ লাখ ২৯ হাজার ৪৮ ডলার।

বেতনের বিচারে ২০২০ সালের শীর্ষ ১০ তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা

দক্ষতা * বার্ষিক গড় বেতন
টেনসরফ্লো ১,২৯,০৪৮ ডলার
গোল্যাং ১,২৮,০০১
স্ক্যালা ১,২৪,০৬৬
কর্নশেল ১,২৩,৪৪২
পার্ল ১,২২,৫১১
পাপেট ১,২১,৭৬৭
এবিএপি ১,২১,৭২৩
এক্সএসএলটি ১,২১,৩৫৪
জেডিবিসি ১,২১,২২৮
রুবি ১,১৬,৩০৫
* দক্ষতা বলতে কর্মক্ষেত্রে কর্মীরা যে বিষয়ে কাজ করেন, তা বোঝানো হয়েছে। সেটা কোনো প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যার কিংবা প্ল্যাটফর্ম হতে পারে।
সূত্র: আইইইই স্পেকট্রাম/ডাইস

বেতনের বিচারে দ্রুত বর্ধনশীল ১০ তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা

দক্ষতা বেতন বৃদ্ধি বার্ষিক গড় বেতন
১. টিসিএল ৭.৮ শতাংশ ১,১১,৩২৪ ডলার
২. ম্যাটল্যাব ৬.২ ১,১২,০৮৫
৩. ফোরট্রান ৫.২ ১,১০,৯১৯
৪. পার্ল ৩.৯ ১,২২,৫১১
৫. রুবি ১.২ ১,১৬,৩০৫
৬. আর ০.৮ ১,১২,৯৫৮
৭. টাইপস্ক্রিপ্ট ০.৭ ১,১২,৪৬৯
৭. এক্সএমএল ০.৭ ১,১২,১৮৯
৯. ব্যাশ ০.৩ ১,১৫,৫১১
১০. পাইথন ০.৩ ১,১২,৩৮৮
সূত্র: আইইইই স্পেকট্রাম/ডাইস