প্রোগ্রামিং প্রতিযোগিতার চট্টগ্রাম আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইএসসিপিসি)। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইএসসিপিসি)। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

কথামালা আর বেলুন ওড়ানোর মাধ্যমে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইএসসিপিসি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘চট্টগ্রাম আঞ্চলিক পর্বের’ এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২টি স্কুল এবং ১৬টি কলেজের প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নিয়েছে।

বেলুন উড়িয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
বেলুন উড়িয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

সকাল সাড়ে নয়টায় সিআইইউ প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্য পদকজয়ী ধনঞ্জয় বিশ্বাস।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উপদেষ্টা আর এইচ খান, প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান সমন্বয়ক মুনির হাসান, সিআইইউর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন আসিফ ইকবাল, বিজনেস অনুষদের ডিন মো. নাঈম আবদুল্লাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২ টি স্কুল এবং ১৬টি কলেজের প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নিয়েছে। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২ টি স্কুল এবং ১৬টি কলেজের প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নিয়েছে। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

আলোচনা শেষে শুরু হয় প্রতিযোগিতা। এতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ৪৮ দলে ভাগ হয়ে প্রোগ্রামিংয়ের নানা বিষয়ের সমাধানে ব্যস্ত সময় পার করছে।