ফেসবুকে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ

মানসিক স্বাস্থ্যবিষয়ক তথ্য ও পরামর্শের সমন্বয়ে ফেসবুকে চালু হচ্ছে ইমোশনাল হেলথ
ছবি: রয়টার্স

মানসিক স্বাস্থ্যবিষয়ক নানা তথ্য ও বিশেষজ্ঞদের পরামর্শের সমন্বয়ে ‘ইমোশনাল হেলথ’ নামের একটি সুবিধা চালু করছে ফেসবুক। ফেসবুকের মালিকানাধীন অন্যান্য সেবা, যেমন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপেও এটি পাওয়া যাবে। করোনাকালে মানসিক স্বাস্থ্যসমস্যা বেড়েছে আর তাই সুবিধাটি যুক্ত করা হয়েছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।

গোটা বিশ্বেই ইমোশনাল হেলথ সুবিধাটি চালু করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস, কিডস হেল্প ফোন এবং ইটস ওকে টু টক-এর মতো সংগঠনগুলো তথ্য ও পরামর্শ থাকবে। পাশাপাশি স্থানীয় মানসিক স্বাস্থ্যসেবাদাতা কর্মকর্তাদের তথ্যও থাকবে।

ফেসবুকের ইমোশনাল হেলথ সেন্টার

ফেসবুকের অন্যান্য সেবাতেও এরই মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু সুবিধা যুক্ত হয়েছে। হোয়াটসঅ্যাপে আছে ডব্লিউএইচও হেলথ অ্যালার্ট চ্যাটবট। এতে মানসিক চাপ কমানোর পরামর্শ পাওয়া যায়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে নকশা করা মানসিক স্বাস্থ্যবিষয়ক স্টিকার ব্যবহার করা যাবে মেসেঞ্জারে। আর ইনস্টাগ্রামে তরুণদের জন্য একই ধরনের সুবিধা আসছে। সূত্র: সিনেট