বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধন

তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবট অলিম্পিয়াড (বিডিআরও ২০২০)। কোভিড-১৯ পরিস্থিতিতে এবারের প্রতিযোগিতা হচ্ছে অনলাইনে। বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল শুক্রবার ও পরশু শনিবার (৯–১০ অক্টোবর) এবং আগামী শুক্র ও শনিবার (১৬–১৭ অক্টোবর) বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এ বছর জাতীয় পর্বের জন্য দেশের ৬২টি জেলা থেকে ৭৩১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শামীম আহমেদ দেওয়ান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল।  
তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এ অলিম্পিয়াডের বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সহযোগিতায় রয়েছে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প, মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, ইএমকে সেন্টার, আম্বার আইটি, কিশোর আলো ও ঢাকা এফএম।