বাজারে নতুন ওয়াই-ফাই রাউটার

চার অ্যানটেনার ডব্লিউএস ৫২০০ মডেলের ওয়াই-ফাই রাউটার। ছবি: হুয়াওয়ের সৌজন্যে
চার অ্যানটেনার ডব্লিউএস ৫২০০ মডেলের ওয়াই-ফাই রাউটার। ছবি: হুয়াওয়ের সৌজন্যে

দুই অ্যানটেনার ডব্লিউএস ৩১৮ এন এবং চার অ্যানটেনার ডব্লিউএস ৫২০০ মডেলের দুটি ওয়াই-ফাই রাউটার বাজারে এনেছে হুয়াওয়ে। চার অ্যানটেনার রাউটারটিতে ১ গিগাহার্টজের ২৮ ন্যানোমিটারের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে।

দ্বিতীয় প্রজন্মের ডুয়েল ব্যান্ডের (৫ ও ২.৪ গিগাহার্টজ) রাউটারটিতে গতি পাওয়া যাবে ১২০০ এমবিপিএস পর্যন্ত। এটির দাম ৩ হাজার ৮৯৯ টাকা।

দুই অ্যানটেনার রাউটারটির গতি সর্বোচ্চ ৩০০ এমবিপিএস। এর ফ্রিকোয়েন্সি ২.৪ গিগাহার্টজ। দাম ১ হাজার ৯৫০ টাকা। স্মার্টফোন অ্যাপ দিয়ে রাউটার দুটি নিয়ন্ত্রণ করা যাবে।

মাস অনুযায়ী, প্রতিবেদন পাওয়ার সুবিধাও রয়েছে। আরও রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল, ডিভাইস ম্যানেজমেন্ট, ওয়াই-ফাই টাইমারের মতো সব সুবিধা। বিজ্ঞপ্তি