বিদ্যুৎ–বিভ্রাটে পড়া সরকারি ওয়েবসাইটগুলো সচল করতে কাজ চলছে

বিদ্যুৎ–বিভ্রাটে পড়ে জাতীয় তথ্য বাতায়নের অধীন সরকারি ৩০ হাজারের বেশি সাইটে ঢোকা যাচ্ছিল না। সব সাইট সচল করতে এখনো কাজ চলছে।

বিদ্যুৎ-বিভ্রাটের কারণে জাতীয় তথ্য বাতায়নের অধীন ৩০ হাজারের বেশি সরকারি ওয়েবসাইটে গতকাল রোববার থেকে ঢোকা যাচ্ছিল না। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে এ সমস্যা হচ্ছে বলে জানিয়েছে এটুআই। তারা বলছে, আজ সোমবার অনেক সাইটই সচল হয়েছে। বাকিগুলো শিগগিরই ঠিক হয়ে যাবে।

জাতীয় তথ্য বাতায়নের (https://bangladesh.gov.bd/) অধীন থাকা ওয়েবসাইটগুলো তত্ত্বাবধান করে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।

গতকাল সকাল থেকে তথ্য বাতায়নের এসব সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।

এটুআইয়ের প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের ন্যাশনাল পোর্টালের একটা বড় অংশ বিটিসিএলের সার্ভারে রাখা।

আজ (রোববার) সকাল প্রায় ১০টার দিকে বিটিসিএল মগবাজারের পাওয়ার সিস্টেমের ইনভার্টার জ্বলে যায়। সন্ধ্যার পর বিটিসিএল আমাদের বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে।

এখন আমরা কাজ করছি। রাতের মধ্যে শেষ করতে পারব আশা করছি এবং কাল (সোমবার) সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

আজ সকালে আরফে এলাহী প্রথম আলোকে বলেন, অধিকাংশই ঠিক হয়ে গেছে।

কয়েকটিতে কাজ চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, আইসিটি ডিভিশনসহ গুরুত্বপূর্ণ সাইটগুলো এখন ঠিক আছে। আজকের মধ্যে সব ঠিক হয়ে যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, এত সময়ও লাগবে না। তার আগেই সব সচল হয়ে যাবে।

জাতীয় তথ্য বাতায়নের অধীন ৪০ হাজারের বেশি ওয়েবসাইট রয়েছে।