বেইজিংয়ে দেখা মিলল উড়ুক্কু গাড়ির

উড়ুক্কু গাড়ি
ছবি: এক্সপেং–এর সৌজন্যে

উড়ুক্কু গাড়ি দেখাল চীনের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। বেইজিংয়ে অনুষ্ঠিত গাড়ি প্রদর্শনীতে গতকাল শনিবার প্রতিষ্ঠানটি তাদের উড়ুক্কু গাড়ি হাজির করে। চীনের আলিবাবার বিনিয়োগ পাওয়া উদ্যোক্তা প্রতিষ্ঠান এক্সপেং তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উড়ুক্কু গাড়িতে জোর দিচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সপেংয়ের তৈরি উড়ুক্কু গাড়িতে রয়েছে আটটি প্রপেলার ও ক্যাপসুলসদৃশ ফ্রেম। এটি মানুষবাহী ড্রোনের মতো দেখতে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, এক্সপেং হাইটেকের তৈরি গাড়িটি দীর্ঘ গবেষণা ও উন্নয়নের অংশ হিসেব তৈরির কথা বলেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁরা অবশ্য মূল বৈদ্যুতিক গাড়ির ব্যবসাও চালিয়ে যাওয়ার কথা বলেছে।

এক্সপেংয়ের তথ্য অনুযায়ী, তাদের তৈরি উড়ুক্কু গাড়িটি ৫ মিটার থেকে ২৫ মিটার উচ্চতায় উড়তে পারে। এটি দুজন যাত্রী নিয়ে উড়তে সক্ষম। অবশ্য তাদের এ উড়ুক্কু গাড়ির প্রকল্প এখনো ধারণা পর্যায়ে রয়েছে। এ ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের আগে এর সম্ভাব্যতা যাচাই করে দেখছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এক্সপেংয়ের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্রায়ান গাও সিএনবিসিকে বলেছেন, ‘যান চলাচলের বৃহত্তর পরিপ্রেক্ষিতে এটি দীর্ঘমেয়াদি গবেষণা ও উন্নয়ন প্রকল্প হতে পারে। ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি অন্য স্মার্ট যানবাহনও দেখা যাবে।

এতে অন্য যন্ত্রগুলো একাধিক ইকোসিস্টেম তৈরি করতে পারবে, যা দারুণ রোমাঞ্চকর হবে। এ কারণেই আমরা এখানে বিনিয়োগ করার পাশাপাশি নতুন উদ্ভাবনের পথে হাঁটছি।’

উড়ুক্কু গাড়ি, বিশেষ করা মানুষবাহী ড্রোন ও স্বচালিত গাড়ি তৈরির ক্ষেত্রে নিয়ন্ত্রণের বিষয়টিই এখন পর্যন্ত বড় বাধা হয়ে আছে।

আরও পড়ুন