বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ

আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ
আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ

দেশের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে বেসিস। বেসিস সফটএক্সপো ২০২০ শীর্ষক আয়োজনের সমাপনী অনুষ্ঠানে আব্দুল্লাহ এইচ কাফির হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস সহসভাপতি ফারহানা এ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৪০ বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে দেশে-বিদেশে তুলে ধরার পাশাপাশি বেসিস সদস্য প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধিতে আন্তর্জাতিক পরিসরে নেটওয়ার্ক তৈরিতে ভূমিকা রাখায় আব্দুল্লাহ এইচ কাফিকে আজীবন সম্মাননা জানায় বেসিস। আব্দুল্লাহ এইচ কাফি বর্তমানে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি সংগঠন বেসিস, বিসিএস, ই-ক্যাব ও আইএসপিএবির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজকেও আজীবন সম্মাননা জানায় বেসিস।

সম্মাননা স্মারক প্রদানে প্রেজেন্টেশনে বেসিসের পক্ষ থেকে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ভূমিকা রাখতে সফল সংগঠক হিসেবে তাঁরা দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন কাজ করে চলেছেন।

৬ ফেব্রুয়ারি বেসিসের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয় চার দিনের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–ভিত্তিক প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২০’। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেলা উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি