বেড়ানোর সময় কাছে থাকুক ভিভো ভি২০

ভিভো ভি২০ দিয়ে রাতারগুলে তোলা ছবি
ছবি: বিজ্ঞপ্তি

শীত এলেই ঘুরে বেড়ানোর মৌসুম শুরু হয়ে যায়। চলতি বছর করোনাভাইরাসের হুমকিতে থমকে যায় পৃথিবী। এখনো দাপট নিয়ে বিশ্বব্যাপী রয়ে গেছে এর অস্তিত্ব। তবে স্বাস্থ্যসুরক্ষা বজায় রেখে মানুষ বের হচ্ছে ঘর থেকে। স্বাস্থ্যসুরক্ষা বজায় রেখে হারিয়ে যাওয়া যায় ঢাকার বাইরে; সবুজ প্রকৃতিতে।

ঢাউস আকৃতির ক্যামেরার চেয়ে পকেটে থাকা স্মার্টফোনটি দিয়েই যদি সেই সবুজকে ধারণ করা যায়, কেমন হয়? ছবি তোলাতে নতুন অভিজ্ঞতা দিতে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নিয়ে এসেছে ভিভো ভি২০। স্মার্টফোনটিতে প্রথমবারের মতো ‘আই অটোফোকাস’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যান্য স্মার্টফোনে ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়। তবে, ‘ভিভো ভি২০’–এর আই অটোফোকাস প্রযুক্তি-বিষয়বস্তু যত দূরই হোক না কেন, তাকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে। এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রাখতে পারে এই প্রযুক্তি। তাই স্পষ্ট ছবি তুলতে সহায়তা করবে ভিভো ভি২০।

ভিভো ভি২০ ক্যামেরায় সবুজ সিলেট আরও সতেজ হয়ে ধরা পড়েছে
ছবি: বিজ্ঞপ্তি

ভিভো ভি২০–এর পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির এবং সামনের ক্যামেরাটি ৪৪ এমপির অটোফোকাস যুক্ত। এ ছাড়া সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো ছবি তুলবে ভিভো ভি২০। স্মার্টফোনটিতে ৪৪ এমপি সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা এ–যাবৎকালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা। ভিভো ভি২০–এর দাম ৩২ হাজার ৯৯০ টাকা।

স্মার্টফোনটির আরেকটি বৈশিষ্ট্য এর স্লিমনেস। ভিভো ভি২০–এর থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মিলিমিটার। এর আগে বাজারের সবচেয়ে সরু স্মার্টফোনটি ছিল ৭ দশমিক ৪৮ মিলিমটারের। ভিভো ভি২০ আসার পর এখন এটিই সবচেয়ে সরু স্মার্টফোন। ভিভো ভি২০–এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির, যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ ছাড়া ৩৩ ওয়াট ফ্লাশ চার্জের এই ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে।

ভিভো ভি২০–এর পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির
ছবি: বিজ্ঞপ্তি

স্মার্টফোনটির র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবির। ভিভো ভি২০ পরিচালিত হচ্ছে ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে। বাংলাদেশে ভিভো ভি২০ পাওয়া যাচ্ছে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে।

সম্প্রতি ভিভো ভি২০ নিয়ে সিলেটের দারুণ সব জায়গায় ঘুরে এসেছেন ‘ড্রিম ওয়েভার ফটোগ্রাফি’র কো ফাউন্ডার নাফিস। তিনি ভিভো ভি২০ দিয়ে তুলেছেন রাতারগুলে পানির ওপর সবুজ বন আর ভোলাগঞ্জের অপরূপ সৌন্দর্য; যেখানে নদীর হাঁটুপানির নিচে বালুর বাগান। রাতারগুলের একাধিক বন্য প্রাণী ভিভো ভি২০–এর ক্যামেরায় ধরা পড়েছে, যা মনে হয় জীবন্ত। এ ছাড়া অপূর্ব চা–বাগান আর চা–বাগানে শ্রম দেওয়া নারীর ছবি ভিভো ভি২০–এ ধরা দিয়েছে দারুণভাবে। আর সিলেটের ঝর্ণাও বাদ পড়েনি। ভিভো ভি২০–এর ক্যামেরায় সবুজ সিলেট আরও সতেজ হয়ে ধরা পড়েছে।