এস ১ প্রো আনল ভিভো

ভিভো এস ১ প্রো উদ্বোধন করেন তাহসান। ছবি: ভিভোর সৌজন্যে
ভিভো এস ১ প্রো উদ্বোধন করেন তাহসান। ছবি: ভিভোর সৌজন্যে

দেশের বাজারে পাঁচ ক্যামেরার নতুন ফোন এস ১ প্রো এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ফোনটির দাম ২৬ হাজার ৯৯০ টাকা। ভিভোর এস সিরিজের তৃতীয় ফোন এস ১ প্রোতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি।

এর পেছনে ক্যামেরা চারটি আর সামনে একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২ ও ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।

ভিভোর বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপার অ্যামোলেড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ৬ দশমিক ৩৮ ইঞ্চি ডিসপ্লের ফোনটির সুপার ম্যাক্রো প্রযুক্তিতে অনেক ছোট বস্তু ক্যামেরায় ধারণ করা যাবে। এ ছাড়া ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে অনেক বেশি জায়গা ধারণ করা যাবে।

এস ১ প্রো ফোনটিতে সুপার নাইট সেলফি মোড এবং ভিডিওর জন্যে সুপার ইআইএস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আট জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের ফোনটির ব্যাটারি চার হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।