‘রকেট লেক’ সিপিইউ আনছে ইনটেল

ইনটেল নতুন সিপিইউ আনছে
ছবি: ইনটেলের সৌজন্যে

কেউ যদি নতুন ডেস্কটপ হালনাগাদ করার কথা ভাবেন বা নতুন ডেস্কটপ কম্পিউটার কেনার কথা ভাবেন, তবে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ব্লগিং প্ল্যাটফর্ম মিডিয়ামের এক পোস্টে চিপ নির্মাতা ইনটেল জানিয়েছে, তারা ১১ প্রজন্মের ‘রকেট লেক’ সিপিইউ আনছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে এই সিপিইউ বাজারে আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনটেলের নতুন চিপসেটে থাকবে পিসিআইই ৪.০ সমর্থন, যা এএমডির তৃতীয় প্রজন্মের রেজেন চিপসেটের সঙ্গে তুলনা করার মতো। রকেট লেকের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এএমডি আনছে রেজেন ৫০০০ সিপিইউ। এএমডির নতুন সিপিইউর সঙ্গে প্রতিযোগিতা করতেই ইনটেলের নতুন সিপিইউ ঘোষণা দিয়েছে।

বেশ কিছুদিন থেকেই নতুন সিপিইউ নিয়ে গুঞ্জন চলছিল। প্রযুক্তি সাইট ভিডিওকার্ডজে রকেট লেক সিপিইউ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই ইনটেলের পক্ষ থেকে তাদের নতুন সিপিইউর বিষয়টি নিশ্চিত করা হয়।

ভিডিওকার্ডজ জানায়, মার্চে নতুন সিপিইউ আনতে পারে ইনটেল। এতে সাইপ্রেস কোভ কোর আর্কিটেকচার নামে নতুন দ্রুগতিসম্পন্ন প্রযুক্তি থাকবে। নতুন এ চিপসেট ১০ প্রজন্মের সিপিইউয়ের চেয়েও যুগান্তকারী উদ্ভাবন হতে যাচ্ছে। এটি ৫ গিগাহার্টজ বুস্ট গতি হবে। এ চিপসেটের মাধ্যমে ইনটেলের পুরোনো ১৪ ন্যানোমিটার আর্কিটেকচার প্রযুক্তি বিদায় নিচ্ছে। ডেস্কটপ প্রসেসরে এটা ইনটেলের বড় ধরনের পরিবর্তন।

ইনটেলের নতুন প্রসেসর নতুন এক্সই গ্রাফিকস ও ইনটিগ্রেটেড থান্ডারবোল্ট ৪ (ইউএসবি ৪) সমর্থন করবে।