শৈশবে যে ভিডিও গেম খেলতেন ক্রিস প্র্যাট, এবার পর্দায় ফুটিয়ে তুলবেন সেটি

ক্রিস প্র্যাটের ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া

ভিডিও গেম ‘সুপার মারিও ব্রাদার্স’-এর কাহিনি অবলম্বনে একই নামের নতুন একটি অ্যানিমেশন সিনেমা তৈরি হচ্ছে। সে অবশ্য এর আগেও হয়েছে, সেই ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। তবে এবার চরিত্রগুলোর মুখে হলিউডের প্রথম সারির তারকাদের কণ্ঠ শোনা যাবে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।

মূল চরিত্র মারিওর কণ্ঠ দেবেন ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ক্রিস প্র্যাট। আর মারিওর সহোদর লুইগির চরিত্রে কণ্ঠ দিচ্ছেন চার্লি ডে।

জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য কুইনস গ্যামবিট’-এর আনিয়া টেইলর জয় কণ্ঠ দেবেন প্রিন্সেস পিচ চরিত্রে। মূল খল চরিত্র বাউজারের মুখে শোনা যাবে জ্যাক ব্ল্যাকের কণ্ঠ, আর ডানকি কংয়ের নেপথ্যে থাকবেন সেথ রজেন।

২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ক্রিস প্র্যাট বলেছেন, মারিও চরিত্রে কণ্ঠ দেওয়া তাঁর জন্য ‘স্বপ্ন সত্যি হওয়া’র মতো। শৈশবে মূল গেমটি খেলতেন বলেও জানিয়েছেন।

সিনেমাটির প্রযোজকেরা বিবিসিকে বলেছেন, গেমের চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তোলার অনন্য প্রতিভা আছে বলেই এই অভিনেতাদের নির্বাচন করা হয়েছে।

মারিও ও লুইগিকে নিয়ে এটাই প্রথম চলচ্চিত্র নয়। ১৯৯৩ সালে ভিডিও গেম সিরিজটি অবলম্বনে সিনেমা হয়েছে। তবে সমালোচকদের মুখ থেকে খুব একটা প্রশংসাবাক্য মেলেনি সেবার।

নির্মিতব্য সুপার মারিও ব্রাদার্স সিনেমার প্রযোজক ক্রিস মেলেড্যান্ড্রি বলেছেন, মানুষের সবচেয়ে পছন্দের দুই হিরো মারিও ও লুইগি। এবার চরিত্রগুলো পর্দায় জীবন্ত করে তুলতে চান।

সুপার মারিও ব্রাদার্স ভিডিও গেমের প্রকাশক প্রতিষ্ঠান নিনটেনডোর শিগেরু মিয়ামোতো বলেছেন, তিনি আশা করছেন সুপার মারিও ব্রাদার্সকে পর্দায় ফুটিয়ে তুললে তা বিনোদনের নতুন মাধ্যম হবে। তা ছাড়া গেমটি সম্পর্কে কেউ জানুক বা না জানুক, চলচ্চিত্রটি সবাই উপভোগ করবে বলেও মনে করেন তিনি।