স্মার্টফোনের জন্য ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা বানাচ্ছে স্যামসাং

স্যামসাংয়ের আইসোসেল এইচপি-১ সেন্সর
স্যামসাং

স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর তৈরির ঘোষণা দিয়েছে স্যামসাং। স্মার্টফোনের জন্য এত বেশি রেজল্যুশনের সেন্সর তৈরির নজির নেই।

‘আইসোসেল এইচপি১’ নামের সেন্সরটির প্রতি পিক্সেলের আকার ০.৬৪ মাইক্রোমিটার। পিক্সেল-বিনিং প্রযুক্তির সাহায্যে পাশাপাশি ১৬টি পিক্সেল এক করে ১২ দশমিক ৫ মেগাপিক্সেল ছবি তুলতে পারবে সেটি।

ইদানীং পিক্সেল-বিনিং প্রযুক্তির ক্যামেরা স্মার্টফোনে বেশি ব্যবহার করা হচ্ছে। এতে মূল সেন্সরে ছবি তুলে পাশাপাশি চারটি পিক্সেল এক করে একটি পিক্সেলে রূপান্তর করা হয়। এতে কম আলোয় ছবি তুললে ‘নয়েজ’ কম থাকে। স্যামসাংয়ের নতুন সেন্সরে ৪টির জায়গায় ১৬টি পিক্সেল এক করে একটি পিক্সেলে রূপ দেওয়া হবে। এভাবে ২০০ মেগাপিক্সেল বিন করে ১২ দশমিক ৫ মেগাপিক্সেল ছবি পাওয়া যাবে।

স্যামসাংয়ের নতুন সেন্সরে পিক্সেল-বিনিং প্রযুক্তি যেমন হবে
স্যামসাং

স্যামসাং তাদের এইচপি১ সেন্সরের পিক্সেল–বিনিং প্রযুক্তির নাম দিয়েছে ‘ক্যামিলিয়ন-সেল’। ১২ দশমিক ৫ মেগাপিক্সেলে ছবি পাওয়ার পাশাপাশি চাইলে পুরো ২০০ মেগাপিক্সেলেও ছবি তোলা যাবে এতে। আর সমসাময়িক অন্যান্য স্মার্টফোনের মতো চারটি পিক্সেল এক করে তুললে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ছবি। এভাবে ভিডিও করলে এইট-কে রেজল্যুশনের ভিডিও ধারণ করা যাবে ক্যামেরায়।

এদিকে ‘আইসোসেল জিএন৫’ নামের ৫০ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা সেন্সরের ঘোষণা দিয়েছে স্যামসাং। নতুন সেন্সরগুলো কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তা জানায়নি স্যামসাং। তবে স্মার্টফোন নির্মাতাদের জন্য নমুনা সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।