হিটলারের সঙ্গে মিল থাকায় আইকন বদলাল আমাজন

অ্যাপের আইকনে অ্যাডলফ হিটলারের সঙ্গে মিল থাকায় তা বদলেছে আমাজন

অ্যাপের আইকন বদলেছিল ই-কমার্স সেবা আমাজন। তবে সবাই বলাবলি করতে থাকে, সেটি দেখতে নাকি হয়েছে অ্যাডলফ হিটলারের গোঁফের মতো। এরপর আর তা না বদলে কি উপায় ছিল আমাজনের?

গত জানুয়ারিতে আগের আইকনটি চালু করে আমাজন। চিরচেনা ‘স্মাইল’ লোগোর ঠিক ওপরে এক টুকরা নীল টেপ। বেশ ছিমছাম আইকন। তবে নিন্দুকেরা এর ভেতরও নাৎসি শাসকের আদল খুঁজে পান। তাঁদের ভাষ্য হলো, স্মাইল লোগোর ওপর নীল রঙের টেপটি দেখতে হয়েছে টুথব্রাশ মুসটাশের মতো। অর্থাৎ অ্যাডলফ হিটলার এবং চার্লি চ্যাপলিন যে ধাঁচে গোঁফ রাখতেন। এরপর অনেকটা বাধ্য হয়ে নীল টেপের আদল বদলে দিয়েছে আমাজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে আমাজন বলেছে, আগের আইকনটি স্থায়ী করার আগে পরীক্ষামূলকভাবে কিছু দেশে ছাড়া হয়েছিল।

এদিকে ব্র্যান্ডিং এজেন্সি কোলি পোর্টার বেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি বুলেন বলেন, ‘আমাজনের জন্য দুঃখজনক, মূল লোগোতে পার্সেল টেপ দেখামাত্র হিটলারের সঙ্গে মেলানো যায়। কারণ, ওই আকৃতি আমাদের অবচেতন মনে রয়ে গেছে। মানুষের দোরগোড়ায় আনন্দ পৌঁছে দেওয়ার একটি ব্র্যান্ডের জন্য সেটি খুব ভালো ব্যাপার নয়।’

আগের আইকনের নীল টেপ বদলে দিয়েছে আমাজন

এই পরিবর্তনগুলোর আগে আমাজনের শপিং অ্যাপের আইকনে শপিং ট্রলির ছবি দেখানো হতো। আর নতুন আইকনটি আমাজনের বাদামি বাক্সের সঙ্গে স্মাইল লোগো এবং নীল টেপ দিয়ে নকশা করা হয়েছে।

আমাজনের পক্ষ থেকে বলা হয়, ‘গ্রাহক যখন কেনাকাটা শুরু করে, তখন তাঁদের মনে প্রত্যাশা এবং আনন্দের ছোঁয়া দিতে আমরা নতুন আইকনের নকশা করেছি।’

তবে আমাজনের এক গ্রাহক টুইটারে লিখেছেন, ‘আমার মা-বাবা প্রায় প্রতিদিন আমাজন ব্যবহার করেন। তাঁরা পরবর্তী কয়েক দিন সেটি খুঁজে পাবেন না। তাঁরা যখন প্রশ্ন করবেন, আমাজন কোথায় গেল, আমি তখন কার্ডবোর্ড হিটলারের আইকন খুঁজে দেখতে বলব।’