১৫ মে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলবে না হোয়াটসঅ্যাপ

আগের অবস্থান থেকে সরে এল ফেসবুকের মালিকানাধীন সেবা হোয়াটসঅ্যাপ
রয়টার্স

ব্যবহারের শর্তাবলির হালনাগাদ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ভুল–বোঝাবুঝির সৃষ্টি করেছে বার্তা আদান–প্রদানের সেবা হোয়াটসঅ্যাপ। নতুন শর্তে সম্মতি জানানোর জন্য ব্যবহারকারীদের ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দেয়। এই সময়ের মধ্যে সম্মতি না জানালে অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে বলে জানিয়েছিল তারা। তবে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সে জায়গা থেকে সরে এসেছে হোয়াটসঅ্যাপ। প্রাইভেসিবিষয়ক নীতিমালায় সম্মতি না জানালেও ১৫ মের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলবে না তারা।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলেছে, ‘ব্যবহারের নতুন নীতিমালা যাঁরা পেয়েছেন, তাঁদের বেশির ভাগ ব্যবহারকারীই তাতে সম্মতি জানিয়েছেন। তবে কিছু ব্যবহারকারী হয়তো এখনো সে সুযোগ পাননি। তবে এই হালনাগাদের জন্য ১৫ মে কোনো অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না, কেউ কোনো সুবিধা ব্যবহারের সুযোগও হারাবেন না। আগামী কয়েক সপ্তাহে আমরা ব্যবহারকারীদের আবারও নতুন নীতিমালায় সম্মতি জানানোর বিষয়টি স্মরণ করিয়ে দেব।’

আরও পড়ুন

এই বিবৃতির আগে, গত ফেব্রুয়ারিতে শর্ত না মানলে অ্যাকাউন্ট মুছে ফেলার বিষয়টি পরিষ্কার করেছিল ফেসবুকের মালিকানাধীন সেবাটি। সে সময় বলেছিল, ‘আপনার সুবিধামতো সময়ে নতুন পরিবর্তন পর্যালোচনা করতে আমরা ১৫ মে পর্যন্ত সময়সীমা বাড়াচ্ছি। সে সময়ের মধ্যে সম্মতি না জানালে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট মুছে ফেলবে না। তবে সম্মতি না জানানো পর্যন্ত পূর্ণ সুবিধা মিলবে না।’ তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি না জানালে হোয়াটসঅ্যাপ ধরে নেবে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, আর ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে সেই অ্যাকাউন্ট মুছে ফেলে থাকে হোয়াটসঅ্যাপ।

সে সময় হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল ও টেলিগ্রামের মতো প্রতিদ্বন্দ্বীদের সেবা ব্যবহার শুরু করেন অনেকে। ওই অ্যাপগুলো ডাউনলোডের পরিমাণ বেড়ে যায় হু হু করে। অবস্থা আরও করুণ যেন না হয়, হয়তো সে জন্যই নিজের অবস্থান থেকে সরে এল হোয়াটসঅ্যাপ।