৪ ঘণ্টায় ১০ লাখের ফলোয়ারে ইনস্টাগ্রামে রেকর্ড গ্রিন্টের

সবচেয়ে কম সময়ে ১০ লাখ ফলোয়ার অর্জনের রেকর্ড গড়েছেন রুবার্ট গ্রিন্ট
ছবি: ইনস্টাগ্রাম

বছর শেষ। মানুষ চাইবে বছরটি ভুলে থাকতে। নতুন বছরে ভালো কিছুর আশায় মানুষ বিদায় জানাবে ২০২০–কে। চলতি বছরে নানান কিছুর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে কিছু রেকর্ডও হয়েছে। চলতি বছর ইনস্টাগ্রামে দ্রুত সময়ে অনুসারী (ফলোয়ার) অর্জনের রেকর্ড গড়েছেন অভিনেতা রুবার্ট গ্রিন্ট। সবচেয়ে কম সময়ে ১০ লাখ ফলোয়ার অর্জনের রেকর্ড গড়েন রুবার্ট।

রুবার্ট গ্রিন্ট হলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘হ্যারি পটার’ সিরিজে অভিনয় করেছেন। অন্য অভিনেতাদের মতো তাঁরও অনুসারী থাকাই স্বাভাবিক। কিন্তু ভক্তরা যে রেকর্ড গড়ে তাঁকে গিনেজ বুকে নাম ওঠাতে সহায়তা করবেন, তা হয়তো তিনি ভাবেননি। মাত্র ৪ ঘণ্টা ১ মিনিটের মধ্যে ১০ লাখ অনুসারী হয়েছে তাঁর। এ বছরের রেকর্ডও এটি।

৩২ বছর বয়সী রুবার্ট গ্রিন্ট ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন। নবজাতক সন্তানকে কোলে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, এখানে যোগ দিতে ১০ বছর লেগে গেল। এরপরই বয়ে যায় লাইকের বন্যা। ছবি দেখে প্রশাংসায় ভাসান ভক্তকুল। সবাই ঢুঁ মারতে থাকেন তাঁর অ্যাকাউন্টে। অনেকে বিভিন্ন মন্তব্য করেন।

রুবার্ট গ্রিন্টের আগে এ রেকর্ড গড়েছিলেন স্যার ডেভিড অ্যাটেনবর্গ। রুবার্ট গ্রিন্টের চেয়ে ৪৩ মিনিট বেশি সময় নিয়ে জনপ্রিয় উপস্থাপক অ্যাটেনবর্গ ১ মিলিয়নের মাইলফলক ছুঁয়েছিলেন। দুই মাস আগে সেপ্টেম্বরে এ রেকর্ড গড়েছিলেন ডেভিড অ্যাটেনবর্গ। তিনি ৪ ঘণ্টা ৪৪ মিনিটে ১০ লাখ ফলোয়ার পেয়েছিলেন। রুবার্ট গ্রিন্টের কাছে বছরের শেষে এসে সেই রেকর্ড ভেঙে যায়।

স্যার ডেভিড অ্যাটেনবর্গের আগে ১০ লাখের রেকর্ড দ্রুত ছুঁয়েছিলেন জেনিফার অ্যানিস্টন। ২০১৯ সালের ১৫ অক্টোবর ৫ ঘণ্টা ১৬ মিনিটে এ রেকর্ড গড়েছিলেন তিনি।