default-image

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার বিষয়ের গভীরে না গিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি সবাইকে মিথ্যা ও গুজব সচেতনভাবে মোকাবিলা করার আহ্বান করেন।

আজ বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে তিন মাসব্যাপী ‘আসল চিনি’ ক্যাম্পেইনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ ও তৎপর থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির শক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারকে উৎসাহিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

জুনাইদ আহমেদ বলেন, দেশে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, তার সুফল পেতে এবং কুফল থেকে রক্ষা পেতে ২০১৮ সালে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে। সাইবার ক্রিমিনাল আইডেন্টিফাই করতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও কম্পিউটার ইন্সিডেন্স রেসপন্স টিম গঠন করা হয়েছে।

‘আসল চিনি’ ক্যাম্পেইন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, চারটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে চারটি আলাদা ধাপে সাজানো হয়েছে এ ক্যাম্পেইন। মিথ্যা ও গুজব সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে শিক্ষিত করে তোলা, মানুষকে সম্পৃক্ত করা এবং মিথ্যা আর গুজবের উৎস বের করে রিপোর্ট করতে অনুপ্রাণিত করা। নিরাপদ বাংলাদেশ গড়তে সন্তানদের মানবিক ও গুণগত শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠানের শিক্ষকসহ সমাজের সবাইকে সচেতন থাকার কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে ‘আসল চিনি’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স এলআইসিটি প্রকল্প যৌথভাবে তিন মাসব্যাপী এ ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনের অধীন তরুণ-তরুণীদের জন্য রচনা লিখন, পোস্টার ডিজাইন ও ভিডিও নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক ও এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা প্রমুখ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0