অষ্টম শ্রেণির পড়াশোনা
৫১. বাংলার শাসনক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায় —
i. সেনরা ক্ষমতা দখলের পরে
ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে
iii. পাল রাজবংশের পরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫৩. ‘ভাগ কর, শাসন কর’—এ নীতির প্রবক্তা কারা?
ক. পর্তুগিজরা খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা
৫৪. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয়, তাকে কী বলে?
ক. ইংরেজ শাসন
খ. ব্রিটিশ শাসন
গ. ঔপনিবেশিক শাসন
ঘ. বণিক শাসন
৫৫. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?
ক. ঔপনিবেশিক যুগ
খ. ইংরেজ যুগ
গ. নতুন শাসনামল
ঘ. বাণিজ্য যুগ
৫৬. ভাস্কো–দা–গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান?
ক. ১৪২৫ সালে খ. ১৪৯৮ সালে
গ. ১৫২৫ সালে ঘ. ১৫৭৮ সালে
৫৭. আল বুকার্ক কে ছিলেন?
ক. দক্ষ শাসক খ. দক্ষ নাবিক
গ. দক্ষ সেনাপতি ঘ. দক্ষ যোদ্ধা
৫৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
ক. ২০ খ. ২২
গ. ২৫ ঘ. ২৮
৫৯. দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?
ক. ১৬০০ খ. ১৬৫০
গ. ১৬৮৫ ঘ. ১৬৯০
৬০. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?
ক. ১৬২০ খ. ১৬৩০
গ. ১৬৫৫ ঘ. ১৬৭৫
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.খ ৫৭.খ ৫৮.খ ৫৯.ক ৬০.খ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়