অষ্টম শ্রেণির পড়াশোনা
২১. কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
ক. বৌদ্ধ সমাজে
খ. মুসলমান সমাজে
গ. হিন্দু সমাজে
ঘ. ইহুদি সমাজে
২২. কে চর্যাপদের কাল নির্ণয় করেন?
ক. দীনেশ চন্দ্র সেন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. এনামুল হক
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
২৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কত হাজার বছর আগে বৌদ্ধসাধকরা এগুলো (চর্যাপদ) লিখেছেন?
ক. প্রায় এক হাজার
খ. প্রায় দুই হাজার
গ. প্রায় দেড় হাজার
ঘ. প্রায় তিন হাজার
২৪. কান্তজিউ মন্দির কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. বগুড়ায়
গ. কুমিল্লায় ঘ. সাভারে
২৫. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে
গ. কুষ্টিয়ায় ঘ. ঢাকায়
২৬. নিচের কোনটি আলাওল রচিত গ্রন্থ?
ক. পদ্মাবতী
খ. জঙ্গনামা
গ. ইউসুফ-জোলেখা
ঘ. অসমাপ্ত তারুণ্যের গল্প
২৭. চর্যাপদ প্রথম কে আবিষ্কার করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৮. বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?
ক. কারুশিল্প খ. তাঁতশিল্প
গ. শঙ্খশিল্প ঘ. কাঁসার শিল্প
২৯. কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?
ক. হিন্দু সমাজে
খ. মুসলিম সমাজে
গ. হিন্দু ও মুসলিম সমাজে
ঘ. খ্রিষ্টান সমাজে
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
ক. মুর্শিদি খ. ভাটিয়ালি
গ. বাউল ঘ. ভাওয়াইয়া
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.খ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.গ
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর