অধ্যায় ১০
৩১. জাতীয়তা জাতিতে পরিণত হয় কিসের মাধ্যমে?
ক. স্বাধীন অর্থনৈতিক সংগঠনের মাধ্যমে
খ. স্বাধীন সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে
গ. স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে
ঘ. স্বাধীন ধর্মীয় সংগঠনের মাধ্যমে
৩২. জাতীয়তাবাদী চেতনার ফসল কী?
ক. জাতি খ. জাতীয়তা
গ. উপজাতি ঘ. গোষ্ঠী
৩৩. বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা কী?
ক. বাঙালি
খ. বাংলাদেশি
গ. পূর্ব বাংলার বাঙালি
ঘ. বাংলাদেশি বাঙালি
৩৪. জাতিরাষ্ট্র গড়ে উঠেছিল কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. প্রাক্–মধ্যযুগে ঘ. আধুনিক যুগে
৩৫.‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’—উক্ত বন্দনায় কী প্রকাশ পেয়েছে?
ক. দেশপ্রেম খ. জাতীয়তা
গ. স্বাধীনতা ঘ. জনমত
৩৬. জনসমাজ+রাজনৈতিক চেতনা=? ‘?’ চিহ্নিত স্থানে কী বসবে?
ক. জাতি খ. জাতীয়তা
গ. সার্বভৌমত্ব ঘ. আমলাতন্ত্র
৩৭. উৎপত্তিগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে কী বোঝায়?
ক. একই বংশোদ্ভূত জাতি
খ. সম আদর্শে বিশ্বাসী দল
গ. সম ধর্মের অনুসারী
ঘ. একই কর্মে বিশ্বাসী
৩৮. জাতীয়তাবাদ কী সৃষ্টি করে?
ক. নৈতিকতা খ. সামাজিকতা
গ. কর্মদক্ষতা ঘ. দেশপ্রেম
৩৯. ‘সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে
সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।’—উক্ত কবিতার লাইনে কী প্রকাশ পেয়েছে?
ক. দেশপ্রেম খ. জাতীয়তা
গ. স্বাধীনতা ঘ. জনমত
৪০. নাগরিক এবং রাজনৈতিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তাহলে—
i. দেশের উন্নয়ন হবে
ii. দেশের দুর্নীতি হ্রাস পাবে
iii. দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.ঘ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন