অধ্যায় ৩
১. S - ব্লক মৌলের সংখ্যা কতটি?
ক. ২৪টি খ. ১৪টি
গ. ২৬টি ঘ. ৩৬টি
২. নিচের কোনটি S - ব্লক মৌল?
ক. Al খ. Si
গ. Ni ঘ. Ca
৩. কোনটি মৃৎক্ষার ধাতু?
ক. Sr খ. Cs
গ. Sc ঘ. Si
৪. একটি লবণ শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা প্রদর্শন করে। ধাতব মৌলটি কী হতে পারে?
ক. Na খ. Ca
গ. Ba ঘ. Cu
৫. S-ব্লক মৌলের কোন যৌগটি রঙিন?
ক. KCI খ. KMnO4
গ. Na2CO3 ঘ. KNO3
৬. নিচের কোনটি সুপার অক্সাইড?
ক. KO2 খ. Pb3O4
গ. NO2 ঘ. NO2O2
৭. পর্যায় সারণির কোন শ্রেণির মৌলকে চ্যালকোজেন বলা হয়?
ক. 13 খ. 14
গ. 15 ঘ. 16
৮. কোন S - ব্লক মৌলটি অধাতু?
ক. সালফার
খ. কার্বন
গ. সোডিয়াম
ঘ. হাইড্রোজেন
৯. পর্যায় সারণির P-ব্লক মৌলের সংখ্যা কয়টি?
ক. 14 খ. 24
গ. 30 ঘ. 36
১০. দৈত্যকার অণু কোনটি?
ক. CO2 খ. SiO2
গ. SO2 ঘ. NO2
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.খ
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন