এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
৩১. অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR খ. CBR
গ. CRD ঘ. DR
৩২. জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
ক. শিক্ষা খ. মাথাপিছু আয়
গ. জনসংখ্যা ঘ. রাজনীতি
৩৩. অর্থনীতিবিদ Gunar Myrdal-এর মতে মানবসম্পদ উন্নয়নের অপরিহার্য উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৫টি
গ. ৮টি ঘ. ১৩টি
৩৪. কাম্য জনসংখ্যার উৎপাদনভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
ক. এল রবিন্স খ. ম্যালথাস
গ. ডাল্টন ঘ. মার্শাল
৩৫. কাম্য জনসংখ্যার আয়ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
ক. ডাল্টন খ. ম্যালথাস
গ. এল রবিন্স ঘ. মার্শাল
৩৬. আত্মকর্মসংস্থান দ্বারা ব্যক্তির কী বাড়ে?
ক. অলসতা
খ. দৈহিক গঠন
গ. সামাজিক মর্যাদা
ঘ. অহংকার
৩৭. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?
ক. দক্ষতা
খ. দৈহিক গঠন
গ. সামাজিক মর্যাদা
ঘ. রাজনীতি
৩৮. আত্মকর্মসংস্থান কীরূপ পেশা?
ক. নির্ভরশীল খ. স্বাধীন
গ. সৃজনশীল ঘ. বাস্তবমুখী
৩৯. জনসংখ্যার প্রধান নির্ধারক কোনটি?
ক. আদমশুমারি খ. জনসংখ্যা জরিপ
গ. জন্মহার ঘ. মৃত্যুহার
৪০. কোনটি বেকারত্ব ও দরিদ্রতা দূরীকরণের অন্যতম হাতিয়ার?
ক. ব্যবসা খ. আত্মকর্মসংস্থান
গ. চাকরি ঘ. পারিবারিক কর্ম
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.ক ৩২.গ ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.গ ৩৭.ক ৩৮.খ ৩৯.গ ৪০.খ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)