এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

নিমগাছ

৩১. শনিবারের চিঠির মাধ্যমে কোন লেখকের সাহিত্যজীবন শুরু হয়?

ক. প্রমথ চৌধুরী খ. বিহারীলাল

গ. বনফুল ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩২. বনফুল শনিবারের চিঠি পত্রিকায় কী লিখতেন?

ক. উপন্যাস খ. গল্প

গ. ব্যঙ্গ কবিতা ঘ. প্রবন্ধ

৩৩. নিম পাতা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক. যক্ষ্মা রোগে খ. আমাশয় রোগে

গ. জন্ডিসে ঘ. চুলকানিতে

৩৪. নিমগাছ কোন রোগের অব্যর্থ মহৌষধ হিসেবে কাজে লাগে?

ক. চর্মরোগের খ. উদরাময় রোগের

গ. টাইফয়েড রোগের ঘ. যক্ষ্মা রোগের

৩৫. নিমের কোন অংশটি কাঁচাই খাওয়া হয়?

ক. ছাল খ. পাতা

গ. ডাল ঘ. শিকড়

৩৬. নিমের পাতা কিসের সহযোগে ভাজা হয়?

ক. ঢ্যাঁড়সের খ. পটোলের

গ. বেগুনের ঘ. আলুর

৩৭. মাটির ভেতর নিমগাছটির কী ছিল?

ক. কাণ্ড খ. শাখা

গ. পাতা ঘ. শিকড়

৩৮. বাড়ির পেছনে স্তূপের মধ্যে কোন গাছটি দাঁড়িয়ে রইল?

ক. আমগাছ খ. জামগাছ

গ. নিসিন্দাগাছ ঘ. নিমগাছ

৩৯. নিমগাছটির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

ক. কবির খ. কবিরাজের

গ. গৃহকর্তার ঘ. লক্ষ্মী বউটির

৪০. নিমের হাওয়া ভালো কেন?

ক. জীবাণু ধ্বংস করে বলে

খ. সুগন্ধি বলে

গ. দুর্গন্ধ নেই বলে

ঘ. দখিনা বাতাস বলে

সঠিক উত্তর

নিমগাছ: ৩১.গ ৩২.গ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)