অধ্যায় ১১
৫১. প্রাণিজগতে প্রজনন দেখা যায়—
i. অযৌন
ii. যৌন
iii. নিষেক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. প্রজনন প্রক্রিয়া প্রয়োজন—
i. বংশবিস্তারে
ii. বংশরক্ষায়
iii. বংশসমতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩.‘রাসায়নিক দূত’ বলা হয় কাকে?
ক. ক্রোমোজোম খ. হরমোন
গ. নিউক্লিয়াস ঘ. থাইরয়েড
৫৪. নালিহীন গ্রন্থি থেকে কী নিঃসৃত হয়?
ক. রক্ত খ. এনজাইম
গ. হরমোন ঘ. অজৈব পদার্থ
৫৫. হরমোন নিয়ন্ত্রণ করে—
i. বিভিন্ন বিপাকীয় কাজ
ii. শারীরবৃত্তীয় কাজ
iii. রাসায়নিক ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. বহিঃনিষেক সাধারণত কোন ধরনের প্রাণীর মধ্যে হয়?
ক. ডাঙায় বাস করে
খ. পানিতে বাস করে
গ. গাছে বাস করে
ঘ. আকাশে বাস করে
৫৭. মাতৃগর্ভে —
i. ভ্রূণের সৃষ্টি হয়
ii. সন্তান জন্ম নেয়
iii. জাইগোট হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. বয়ঃসন্ধিকালে বিকাশ ঘটে—
i. দৈহিক
ii. মানসিক
iii. যৌন বৈশিষ্ট্যের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. বয়ঃসন্ধিকালে মেয়েদের দেহে—
i. দেহত্বক কোমল হয়
ii. চেহারার কমনীয়তা বৃদ্ধি পায়
iii. ঋতুস্রাব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. পিটুইটারি গ্রন্থি—
i. মাতৃদেহে স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটায়
ii. জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে
iii. দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১১: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.খ ৫৭.ক ৫৮.ঘ ৫৯.ঘ ৬০. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন