এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩১. পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?

ক. ইংরেজি হরফে খ. ফারসি হরফে

গ. উর্দু হরফে ঘ. আরবি হরফে

৩২. আমতলার সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়?

ক. ১০ জন খ. ১১ জন

গ. ১২ জন ঘ. ২০ জন

৩৩. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’—কবিতাটির রচয়িতা কে?

ক. শামসুর রাহমান

খ. আবদুল গাফ্ফার চৌধুরী

গ. মুনীর চৌধুরী

ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী

৩৪. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে কারা পুস্তক রচনা করে?

ক. সংগ্রাম পরিষদ

খ. গণ-আজাদী লীগ

গ. তমদ্দুন মজলিশ

ঘ. যুক্তফ্রন্ট

৩৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?

ক. ১৫ দিন খ. ১৭ দিন

গ. ২১ দিন ঘ. ১ মাস

৩৬. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

ক. জহির রায়হান

খ. আলতাফ মাহমুদ

গ. আব্দুল্লাহ আল মামুন

ঘ. মুনীর চৌধুরী

৩৭. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. হুমায়ূন আহমেদ

গ. জহির রায়হান

ঘ. মুনীর চৌধুরী

৩৮. বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার বীজ বপন করে কোনটি?

ক. ভাষা আন্দোলন

খ. উনসত্তরের গণ-অভ্যুত্থান

গ. ছয় দফা

ঘ. শিক্ষা আন্দোলন

৩৯. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে?

ক. আব্দুল লতিফ

খ. আলতাফ মাহমুদ

গ. আব্দুল গাফফার চৌধুরী

ঘ. মুনীর চৌধুরী

৪০. কোনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা?

ক. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

খ. হাজার বছর ধরে

গ. কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

ঘ. স্মৃতির মিনার

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ক ৩৯.গ ৪০.গ

মুহাম্মদ মিজানুর রহমান, শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন