গণিত | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায়-৯

প্রশ্ন: শতকরা কী?

উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।

প্রশ্ন: ‘%’-এটি কিসের প্রতীক?

উত্তর: শতকরা প্রতীক।

অধ্যায়-১০

প্রশ্ন: ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কী বলে?

উত্তর: চতুর্ভুজ।

প্রশ্ন: যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে কী বলে?

উত্তর: আয়ত।

প্রশ্ন: যে আয়তের চারটি বাহু সমান তাকে কী বলে?

উত্তর: বর্গ।

প্রশ্ন: আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো কী রকম?

উত্তর: সমান ও সমান্তরাল।

প্রশ্ন: যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?

উত্তর: ট্রাপিজিয়াম।

প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে?

উত্তর: সামান্তরিক।

প্রশ্ন: সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো কী রকম?

উত্তর: পরস্পর সমান।

প্রশ্ন: যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী বলে?

উত্তর: রম্বস।


রমজান মাহমুদ, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা