অধ্যায় ২

৪. ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ?

ক. ম্যান্ডিবল খ. ল্যাব্রাম

গ. ম্যাক্সিলা ঘ. ল্যাবিয়াম

৫. অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে কী বলে?

ক. লার্ভা খ. নিম্ফ

গ. ইমাগো ঘ. পিউপা

৬. কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না?

ক. নিডোসাইট খ. স্নায়ুকোষ

গ. সংবেদকোষ ঘ. গ্রন্থিকোষ

৭. কোনটি ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে?

ক. টিনিডিয়া খ. পেরিট্রিম

গ. ইন্টিমা ঘ. অপারকুলাম

৮. কোন ধমনি রুই মাছের বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করে?

ক. প্যারাইটাল খ. সাবক্ল্যাভিয়ান

গ. ইলিয়াক ঘ. রেনাল

৯. রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস হলো—

i. অক্সিজেন

ii. হাইড্রোজেন

iii. কার্বন ডাই-অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. কোনটি হাইড্রাতে পরিলক্ষিত হয়?

ক. মেসোগ্লিয়া খ. হিমোসিল

গ. স্ক্লেরাইট ঘ. মায়োফাইব্রিল

১১. ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?

ক. ১০ খ. ৮

গ. ৫ ঘ. ২

১২. রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের?

ক. হেটারোসার্কাল

খ. ডাইফি সার্কাল

গ. হেমোসার্কাল

ঘ. প্রোটোসার্কাল

১৩. ম্যাক্সিলারি পাল্পের কাজ কোনটি?

ক. রেচনে সাহায্য করা

খ. দর্শনে সাহায্য করা

গ. শ্বসনে সাহায্য করা

ঘ. স্বাদ গ্রহণে সাহায্য করা

১৪. কোনটি রূপান্তরের সঠিক ধাপ?

ক. ডিম-পিউপা-লার্ভা-ইমাগো

খ. ডিম-ইমাগো-লার্ভা-পিউপা

গ. ডিম-লার্ভা-পিউপা-ইমাগো

ঘ. ডিম-লার্ভা-ইমাগো-পিউপা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ


মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক

রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা