নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ফল ২০২১ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল ওরিয়েন্টেশন ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেন নবীন শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন ১ হাজার ৭০০–এর বেশি শিক্ষার্থী এবং সেই সঙ্গে ভালো ফলের জন্য প্রায় ৪০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

ভার্চ্যুয়াল ওরিয়েন্টেশন নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন এবং অতিথিরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।  

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি উপস্থিত থাকতে না পারায় লিখিত বক্তব্য পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।

রিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমেরিটাস বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে এম এ কাশেম, বেনজীর আহমেদ এবং মিজ রেহানা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে লিখিত বক্তব্যের মাধ্যমে হাছান মাহমুদ বলেন, ‘আমি জানতে পারলাম যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ ফল ২০২১ সালের ওরিয়েন্টেশনের আয়োজন করছে। আমি নিশ্চিত, কোভিড মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং যদি কোনো ঘাটতি থাকে তা পূরণে এটি সহায়ক হবে। এনএসইউর এই সময়োপযোগী উদ্যোগকে আমার শুভকামনা। শিক্ষা খাতে অমূল্য সেবা প্রদানের জন্য আমি এনএসইউকে অভিনন্দন জানাই এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজকদের এবং অংশগ্রহণকারীদের জন্য আমার গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

ওরিয়েন্টেশন বক্তা ফেরদৌসী কাদরী বলেন, ‘আমি যদি শিক্ষার্থীদের সামনে থাকতে পারতাম, তা হলে আমার হৃদয় থেকে কথা বলার শক্তি আরও বেড়ে যেত। নবীন শিক্ষার্থীরা তোমাদের অভিনন্দন, তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ের চার বছরের যাত্রা আজ শুরু করতে যাচ্ছ। আমি খুবই গর্বিত যে বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এমন একটি বিশ্ববিদ্যালয় আছে। আমি আমার শিক্ষার্থী এবং গবেষকদের একটি উদ্ধৃতি সব সময় বলি, “খুঁজন এবং আপনি পাবেন।” কিছু পাওয়ার জন্য কিছু চাইতে হবে, যদি তুমি কিছু না চাও, তা হলে তুমি জানতেই পারবেন না যে তোমার জন্য কি সুযোগ অপেক্ষা করছে।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, এনএসইউর উদ্দেশ্য হলো জ্ঞানের অগ্রগতি সাধন করা, যা একটি নিরাপদ এবং আরামদায়ক শিক্ষার পরিবেশ ব্যতীত সম্ভব নয়। সে লক্ষ্যেই এনএসইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শৃঙ্খলা বোধ তৈরিতে বদ্ধপরিকর।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা সবচেয়ে জ্ঞানী ও দক্ষ শিক্ষকদের কাছ থেকে শিখতে চায়। আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি, এনএসইউ সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে যত্নশীল আন্তর্জাতিক মানের শিক্ষকেরা যাঁরা শিক্ষার্থীদের পরম যত্নের সঙ্গে শিক্ষা প্রদান করেন। এনএসইউর প্রোগ্রামগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

ভার্চ্যুয়াল ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, চার অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান/পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা। এ ছাড়া ভার্চ্যুয়াল ওরিয়েন্টেশনটি নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী। বিজ্ঞপ্তি