সুন্দরবনের প্রাণী
১। প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
অপার, সম্ভার, রয়েল, ভয়ংকর, অমূল্য, বিলুপ্তপ্রায়।
উত্তর
প্রদত্ত শব্দ—অর্থ
অপার—— —অগাধ, অসীম
সম্ভার— ——বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস
রয়েল—— —রাজকীয়
ভয়ংকর— —ভীষণ, ভীতিজনক, অত্যন্ত
অমূল্য— —যার মূল্য নির্ধারণ করা যায় না
বিলুপ্তপ্রায়— যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে
২। প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
সম্ভার, অপার, রয়েল, ভয়ংকর, অমূল্য, বিলুপ্তপ্রায়।
ক. বাংলাদেশ ____ সৌন্দর্যে ভরপুর।
খ. প্রকৃতির অপার ____ সমুদ্রের নিচে রয়েছে।
গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ______ বেঙ্গল টাইগার।
ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার _____ ।
ঙ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের ______ সম্পদ।
চ. শকুন বাংলাদেশে এখন _____ প্রায় পাখি।
উত্তর
ক. বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর।
খ. প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে।
গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার।
ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর।
ঙ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ।
চ. শকুন বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায় পাখি।
৩। প্রশ্ন: ক্যাঙারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়?
উত্তর: বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ কোনো দেশের নাম। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা বাঘের নাম। ঠিক তেমনি ক্যাঙারু বললেই মনে হয় অস্ট্রেলিয়ার কথা। আর সিংহ বললেই মনে পড়ে যায় অফ্রিকার কথা।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা