অধ্যায় ৪
১০. রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে—
i. ভূখণ্ড ii. জনসংখ্যা
iii. সরকার ও সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. সমাজতান্ত্রিক রাষ্ট্র—
i. চীন
ii. মিয়ানমার
iii. কিউবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. নমনীয় শাসনব্যবস্থা কোনটি?
ক. রাজতন্ত্র খ. সমাজতন্ত্র
গ. গণতন্ত্র ঘ. একনায়কতন্ত্র
১৩. গণতন্ত্রে কিসের মাধ্যমে সরকার গঠন হয়?
ক. সংসদ খ. নির্বাচন
গ. জরিপ ঘ. উত্তরাধিকার
১৪. গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ হচ্ছে—
i. দায়িত্বশীল শাসন
ii. নাগরিকের মর্যাদা বৃদ্ধি
iii. ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. গণতন্ত্রকে দায়িত্বশীল শাসনব্যবস্থা বলা হয়। কারণ এক্ষেত্রে শাসকগণ—
i. জনগণের নিকট দায়ী থাকে
ii. জনস্বার্থ রক্ষার চেষ্টা করে
iii. সততার সাথে দায়িত্ব পালন করে
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১০. ঘ ১১. খ ১২. গ ১৩.খ ১৪. ঘ