ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৬. সব অর্থায়ন সিদ্ধান্তগুলোর মূল কী?

ক. মূলধন ব্যয় খ. মূলধন বাজেটিং

গ. সুদের হার ঘ. অর্থের সময়মূল্য

৭. শুধু মূলধনের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?

ক. কিস্তি খ. সরল সুদ

গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. বার্ষিক সুদ

৮. সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদের হার হলে, বার্ষিক সুদের হার কত?

ক. ১৮% খ. ৩৬%

গ. ৪০% ঘ. ৫২%

৯. ঋণকিস্তি পরিশোধে ব্যর্থ হলে কী ঘটে?

ক. ঋণ মওকুফ খ. দেউলিয়া

গ. মূল্যস্তর হ্রাস ঘ. প্রবৃদ্ধির হার হ্রাস

১০. EAR-এর পূর্ণরূপ কী?

ক. Effective interest rate

খ. Effective Annum Rate

গ. Effective Annual Rate

ঘ. Effective Annual Ratio

১১. ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদ কোনটি?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ

১২. চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার গণনা করা হলে বছর শেষে প্রাপ্ত সুদের হারকে বলা হয়?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. প্রকৃত সুদ ঘ. কার্যকরী সুদ

১৩. বছরের চক্রবৃদ্ধি সংখ্যা বাড়তে থাকলে কী হয়?

ক. কার্যকরী সুদের হার কমতে থাকে

খ. নামিক সুদের হার বাড়তে থাকে

গ. কার্যকরী সুদের হার বাড়তে থাকে

ঘ. নামিক সুদের হার কমতে থাকে

১৪. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৬টি ঘ. ৮টি

১৫. একের অধিক অসমান নগদ প্রাপ্তি বা প্রদান ঘটলে তাকে কী বলা হয়?

ক. এককালীন নগদ প্রবাহ

খ. সাধারণ বার্ষিক বৃত্তি

গ. মিশ্র নগদ প্রবাহ

ঘ. অগ্রিম বার্ষিক বৃত্তি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা