অধ্যায় ২
১১. নিচের কোনটি বাংলাদেশের মুদ্রাবাজারের নিয়ন্ত্রক সংস্থা?
ক. ঢাকা স্টক এক্সচেঞ্জ খ. বাংলাদেশ ব্যাংক
গ. অর্থ মন্ত্রণালয় ঘ. বাণিজ্যিক ব্যাংক
১২. নিকাশঘর কী?
ক. মধ্যস্থতাকারী সংস্থা খ. নোট ইস্যুকারী সংস্থা
গ. ঋণ গ্রহণকারী সংস্থা ঘ. ঋণ প্রদানকারী সংস্থা
১৩. কলমানি রেট কী?
ক. কেন্দ্রীয় ব্যাংকের সুদ খ. আন্তব্যাংক সুদের হার
গ. বিনিয়োগের সুদের হার ঘ. ঋণের হার
১৪. বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী পদের নাম কী?
ক. গভর্নর খ. চেয়ারম্যান
গ. ব্যবস্থাপনা পরিচালক ঘ. সিইও
১৫. সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি করে?
ক. মূল্যস্তর স্থীতিশীল রাখে
খ. অর্থ জমা ও সম্পদ সংরক্ষণ করে
গ. ঋণের শেষ আশ্রয়স্থল
ঘ. ব্যাংক গঠন ও তদারকি করে
১৬. ঋণ নিয়ন্ত্রণ কী?
ক. ঋণের পরিমাণ হ্রাস করা
খ. ঋণের পরিমাণ বৃদ্ধি করা
গ. ঋণের পরিমাণ কার্যসীমায় সংরক্ষণ ঘ. ঋণের তদারকি
১৭. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ কাজ?
ক. তহবিল সংরক্ষণ খ. ব্যাংকের তালিকাভুক্ত করণ
গ. নোট ও মুদ্রার প্রচলন ঘ. আর্থিক তথ্য প্রকাশ ও সরবরাহ
১৮. কেন্দ্রীয় ব৵াংকের প্রধান উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. বিনিয়োগ বৃদ্ধি
গ. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ঘ. অর্থ স্থানান্তর
১৯. এল.সি খোলার জন্য কোন ব্যাংকের অনুমতি নিতে হয়?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. শিল্প ব্যাংক
ঘ. মার্চেন্ট ব্যাংক
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা