এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১৩
৭৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল দাবি কয়টি ছিল?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
৭৮. ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ’—উক্তিটি কার?
ক. ইয়াহিয়া খানের
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
গ. আইয়ুব খানের
ঘ. এ কে ফজলুল হকের
৭৯. ইউনেসকো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ‘বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে কত সালে?
ক. ২০১৫ খ. ২০১৬
গ. ২০১৭ ঘ. ২০১৮
৮০. বাংলাদেশের ইতিহাসে ২৫ মার্চের রাত কী নামে পরিচিত?
ক. গণহত্যার রাত খ. দুঃসহ রাত
গ. কালরাত ঘ. কলঙ্কময় রাত
৮১. পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে কোথা থেকে গ্রেপ্তার করে?
ক. গণভবন খ. পার্টি অফিস
গ. বঙ্গভবন ঘ. ধানমন্ডির বাসভবন
৮২. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কখন?
ক. ২৬ মার্চের প্রথম প্রহরে
খ. ২৬ মার্চের মধ্যারাতে
গ. ২৬ মার্চের সকালে
ঘ. ২৬ মার্চের মধ্যাহ্নে
সঠিক উত্তর
অধ্যায় ১৩: ৭৭. খ ৭৮. খ ৭৯. গ ৮০. গ ৮১. ঘ ৮২. ক