অধ্যায় ১৩
৮৩. ‘যখন একটি জাতির নেতা পালিয়ে যায়, তখন ওই জাতির মনোবল ভেঙে যায়’—উক্তিটি কার?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. জে এন দীক্ষিত
গ. তোফায়েল আহমেদ
ঘ. তাজউদ্দীন আহমদ
৮৪. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
ক. ১০ এপ্রিল খ. ১৩ এপ্রিল
গ. ১৫ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল
৮৫. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কোথায়?
ক. নওগাঁয় খ. কুস্টিয়ায়
গ. মেহেরপুরে ঘ. যশোরে
৮৬. মুজিবনগর সরকারের সদর দপ্তর মেহেরপুর থেকে কোথায় স্থানান্তর করা হয়?
ক. কলকাতায় খ. পাঞ্জাবে
গ. দিল্লিতে ঘ. অযোধ্যায়
৮৭. পাকিস্তানি বাহিনীকে প্রথমে প্রতিরোধ করে—
i. সাধারণ বাঙালি
ii. ইপিআর বাহিনী
iii. পুলিশ বাহিনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১৩: ৮৩. ক ৮৪. ঘ ৮৫. গ ৮৬. ক ৮৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল