বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

অধ্যায় ১০

প্রশ্ন: শ্রেণিনেতা নির্বাচিত করতে একজন শিক্ষক কী পদ্ধতি অনুসরণ করবেন?

উত্তর: শ্রেণিতে শ্রেণিনেতা নির্বাচন করতে একজন শিক্ষক প্রথমে কারা শ্রেণিনেতা হতে ইচ্ছুক, সেটা জেনে নেবেন। যদি পাঁচজন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করে, তবে তাদের নাম বোর্ডে লিখবেন।

যেহেতু মাত্র দুজনকে শ্রেণিনেতা বানানো হবে, তাই পাঁচজনের মধ্য থেকে সবার মতামতের ভিত্তিতে দুজনকে নির্বাচন করা হবে। সব শিক্ষার্থীকে দুই টুকরা করে কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের দুজন শিক্ষার্থীর নাম দুটি কাগজে লিখে ভাঁজ করে একটি বাক্সে রাখতে বলবেন। এভাবে সবার মত নেওয়া সম্পন্ন হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করবেন এবং কার পক্ষে কয়জন মত দিয়েছে, তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখবেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তাকে করা হবে প্রথম শ্রেণিনেতা। যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, সে নির্বাচিত হবে দ্বিতীয় শ্রেণিনেতা। সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচিত হলে সবাই খুশি হবে।

অধ্যায়-১১

শূন্যস্থান পূরণ

প্রশ্ন: গারোদের নিজস্ব ভাষার নাম­ বা গারো ভাষা।

উত্তর: গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা।

প্রশ্ন: গারোদের আদি ধর্মের নাম ।

উত্তর: গারোদের আদি ধর্মের নাম সাংসারেক

প্রশ্ন: বর্তমানে বেশির ভাগ গারো ধর্মাবলম্বী।

উত্তর: বর্তমানে বেশির ভাগ গারো খ্রিষ্ট ধর্মাবলম্বী।

প্রশ্ন: সূত্র ধরেই গারোদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

উত্তর: মাতার সূত্র ধরেই গারোদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

প্রশ্ন: গারোদের প্রধান খাবার , মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি।

উত্তর: গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি।

প্রশ্ন: গারো জনগোষ্ঠীর নদীর তীরে লম্বা একধরনের বাড়ি তৈরি করতেন।

উত্তর: গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা একধরনের বাড়ি তৈরি করতেন।


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা