অধ্যায় ৯
প্রশ্ন: ঘরের বাইরে কীভাবে আমরা নিরাপদে থাকতে পারি, পাঁচটি বাক্যে লেখো।
উত্তর: ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়গুলো হলো:
১. দেয়াল বা গাছ বেয়ে না ওঠা, লাফালাফি না করা।
২. জলাশয়ের আশপাশে খেলার সময় সতর্ক থাকা।
৩. রাস্তায় খেলাধুলা না করা।
৪. রাস্তা পারাপারে সতর্ক থাকা।
৫. অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কোথাও না যাওয়া।
প্রশ্ন: পরিবারের বয়স্ক ব্যক্তিদের আমরা কীভাবে সাহায্য করতে পারি?
উত্তর: আমাদের পরিবার ও সমাজে কিছু বয়স্ক ব্যক্তি থাকেন। বয়স ও অসুখ-বিসুখের কারণে কাজ করার সামর্থ্য কমে এলেও তাঁরা জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন। আমাদেরও উচিত তাঁদের সাহায্য করা। যেমন
১. আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তিদের খাবার এনে দেওয়া, পরিবেশন করা, পানি এনে ঢেলে দেওয়া, হাত মোছার গামছা এগিয়ে দিয়ে সাহায্য করা ইত্যাদি।
২. আমরা তাঁদের পরিধেয় কাপড় ধুয়ে দিতে পারি।
৩. তাঁদের প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিতে পারি।
৪. সময়মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে পারি।
৫. তাঁদের জন্য পত্রিকা পড়ে অথবা তাঁদের নিয়ে পার্কে ঘুরতে যেতে পারি।
এতে বয়স্ক ব্যক্তিদের মন ও স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে।
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা