অধ্যায় ৯

প্রশ্ন: রাস্তা পার হওয়ার নিয়ম লেখো।

উত্তর: ফুটপাত ও রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রাক্রসিং দিয়ে অথবা ওভারব্রিজ থাকলে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে হয়।

প্রশ্ন: অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি কেন?

উত্তর: বাংলাদেশে অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি।

প্রশ্ন: শিশুদের রাষ্ট্রের প্রতি কর্তব্য কী?

উত্তর: রাষ্ট্রের প্রদত্ত শিক্ষা গ্রহণ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শিশুদের রাষ্ট্রের প্রতি প্রধান কর্তব্য।

প্রশ্ন: রাষ্ট্রের প্রতি নাগরিক কর্তব্য কী কী?

উত্তর: নিয়মিত কর প্রদান, ভোটদান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা।

প্রশ্ন: রাষ্ট্রের বিভিন্ন সম্পদ রক্ষায় কী করা উচিত?

উত্তর: রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

প্রশ্ন: কত বছর বয়স হলে আমাদের ভোটদানে অংশগ্রহণ করা উচিত?

উত্তর: ১৮ বছর বয়স হলে আমাদের ভোটদানে অংশগ্রহণ করা উচিত।

প্রশ্ন: নিয়মিত কর দেওয়া নাগরিকের কর্তব্য কেন?

উত্তর: কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়। সেহেতু নিয়মিত কর দেওয়া নাগরিকের কর্তব্য।

প্রশ্ন: কেন আমাদের দেশের সব আইন মেনে চলতে হয়?

উত্তর: দেশের শান্তি–শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সব আইন মেনে চলতে হয়।

অধ্যায় ১০

প্রশ্ন: গণতন্ত্র বলতে আমরা কাদের শাসন বুঝি?

উত্তর: গণতন্ত্র বলতে আমরা জনগণের শাসন বুঝি।

প্রশ্ন: গণতান্ত্রিক মনোভাব বলতে কী বোঝায়?

উত্তর: অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে বলে গণতান্ত্রিক মনোভাব।

প্রশ্ন: কে প্রথম শ্রেণিনেতা হবেন?

উত্তর: শ্রেণিতে যে সবচেয়ে বেশি ভোট পায়, সে প্রথম শ্রেণিনেতা হবেন।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল