লখার একুশে
২৬. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে প্রথম আন্দোলন হয় কত সালে?
ক. ১৯৪৮ খ. ১৯৪৯
গ. ১৯৫০ ঘ. ১৯৫১
২৭. ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায় কত সালে?
ক. ১৯৪৮ খ. ১৯৪৯
গ. ১৯৫০ ঘ. ১৯৫২
২৮. ফেব্রুয়ারি মাসের কত তারিখ ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালায়?
ক. ১৯ খ. ২০
গ. ২১ ঘ. ২২
২৯. কেন্দ্রীয় শহিদ মিনার কোথায়?
ক. ময়মনসিংহে খ. সাভারে
গ. গোপালগঞ্জে ঘ. ঢাকায়
৩০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’—এখানে কাদের কথা বলা হয়েছে?
ক. ভাষাশহিদদের খ. পাকিস্তানিদের
গ. ছাত্রদের ঘ. বিদেশিদের
৩১. লখা শহিদ মিনারে কী করতে গিয়েছিল?
ক. খাবার খেতে
খ. গুলি খেলতে
গ. কাগজ কুড়াতে
ঘ. শ্রদ্ধা নিবেদন করতে
৩২. গর্বে লখার বুক ফুলে ওঠে কেন?
ক. ফুলগুলো তুলে আনতে পারায়
খ. বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়ায়
গ. শহিদ মিনারে ফুল দিতে পারায়
ঘ. মিছিলে অংশ নেওয়ায়
৩৩. বাঙালির গর্বের উচ্চারণ কোনটি?
ক. মায়ের ভাষা বাংলা চাই
খ. রাষ্ট্রভাষা বাংলা চাই
গ. বাবার ভাষা বাংলা চাই
ঘ. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
মরু-ভাস্কর
১. হজরত মুহাম্মদ (সা.) কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন?
ক. গভীর আত্মবিশ্বাসে
খ. নারীর মর্যাদা রক্ষায়
গ. সত্য ও সংগ্রামের চেতনায়
ঘ. সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়
২. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’—উক্তিটির মধ্য দিয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে?
ক. ক্ষমা ও মহানুভবতা
খ. দয়া ও করুণা
গ. প্রেম ও ভালোবাসা
ঘ. বাৎসল্য ও ন্যায়বিচার
৩. হারানো উটের মতো কোনটি?
ক. মানবতা খ. সম্পদ
গ. জ্ঞান ঘ. শিক্ষা
৪. মানুষের জীবনে কারা লাবণ্য ফুটিয়েছেন?
ক. ধনী মানুষেরা
খ. মহাপুরুষেরা
গ. ভালো মানুষেরা
ঘ. মহামানব
৫. হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের প্রতিটি ঘটনা কিসে যাচাই করা হয়েছে?
ক. বাস্তবের কষ্টিপাথরে
খ. পবিত্র কষ্টিপাথরে
গ. সত্যের কষ্টিপাথরে
ঘ. ন্যায়ের কষ্টিপাথরে
সঠিক উত্তর
লখার একুশে: ২৬. ক ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ
৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ
মরু-ভাস্কর: ১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা