বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

রেইনকোট

২২. মিলিটারি নুরুল হুদাকে কয়টি ঘুষি দেয়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও ।

রহিমার ভাই জলিল মুক্তিযুদ্ধে গেছে। রহিমা তার ভাইয়ের গল্প তার সন্তানদের শোনায়। কিন্তু রহিমার স্বামী সিকান্দার তার শ্যালককে নিয়ে খুব ভয়ে থাকে, কেননা মিলিটারিরা জানতে পারলে তাকে মেরে ফেলবে।

২৩. উদ্দীপকের রহিমা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে?

ক. আসমা খ. জরিনা

গ. আয়েশা ঘ. হালিমা

২৪. উদ্দীপকের সিকান্দারের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে—

i. তৎকালীন অবস্থা

ii. মিলিটারির অত্যাচার

iii. প্রতিবেশীর বিশ্বাসঘাতকতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

রেইনকোট: ২২. ক ২৩. ক ২৪. ক


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা