বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

সেই অস্ত্র

২৮. ‘অমোঘ’ শব্দের অর্থ কী?

ক. সার্থক খ. ইচ্ছা

গ. ব্যর্থ ঘ. প্রত্যাশিত

২৯. কী থাকলে মানুষ মানুষকে শত্রু ভাববে না?

ক. অর্থ খ. ভালোবাসা

গ.ক্ষমতা ঘ. লক্ষ্য

৩০. কবি আহসান হাবীব বিশ্বে কী নিশ্চিত করার কথা বলেছেন?

ক. মৌলিক চাহিদা খ. শা​ন্তি

গ. বাসস্থান ঘ. চিকিৎসা

৩১. স্থাপত্যকলার নন্দিত শহর নিচের কোনটি?

ক. ফেজ খ. বেইজিং

গ. ট্রয় ঘ. নিউইয়র্ক

৩২. যুদ্ধের নির্মমতার চিরায়ত দৃষ্টান্ত নিচের কোনটি?

ক. ফেজ খ. ট্রয়

গ. গাজা ঘ. রামাল্লা

৩৩. ‘যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ’—বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. সহমর্মিতা খ. শা​ন্তি

গ. করুণা ঘ. ঈর্ষা

৩৪. ভালোবাসা অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয় কীভাবে ?

ক. প্রেম দিয়ে খ. কাছে টেনে

গ. অনুভূতি দিয়ে ঘ. বিবেক দিয়ে

৩৫. কবির দেখানো সেই অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না কেন?

ক. ভালোবাসার কারণে

খ. করুণার কারণে

গ. প্রার্থনার কারণে ঘ. দয়ার কারণে

৩৬. হিরোশিমা ও নাগাসাকিতে মানুষ মৃত্যুবরণ কিংবা পঙ্গুত্ব বরণ করেছে কেন?

ক. ভয়াবহ ভূমিকম্পে

খ. ভয়াবহ জলোচ্ছ্বাসে

গ. বোমার আঘাতে

ঘ. ভয়াবহ ঝড়ে

৩৭. কবি আহসান হাবীব যে পেশার সঙ্গে জড়িত ছিলেন—

i. পত্রিকা ii. রেডিও

iii. প্রকাশনা সংস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. কবি আহসান হাবীব কেন সেই অমোঘ অস্ত্র ফিরে পেতে চেয়েছেন?

ক. শা​ন্তির জন্য খ. সম্রাটের আদেশে

গ. যুদ্ধ থামাতে ঘ. স্মৃতিবিজড়িত বলে

৩৯. ‘নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না’—এখানে কোন বিষয়টি বোঝানো হয়েছে?

ক. মারণাস্ত্রের কথা খ. ভালোবাসার কথা

গ. শা​ন্তির কথা ঘ. অখণ্ডতার কথা

৪০. অস্ত্র উত্তোলিত হলে অরণ্য কী হবে?

ক. জঙ্গলময় খ. সাফ

গ. সবুজ ঘ. বিলুপ্ত

সঠিক উত্তর

সেই অস্ত্র: ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ক ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ক ৪০. গ


মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা