বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

২৯. নিচের কোনটি ত্বকের রোগ?

ক. দাদ খ. ক্যানসার

গ. অ্যাজমা ঘ. ব্রংকাইটিস

৩০. উপচর্মে কোনটি রয়েছে?

ক. ঘামগ্রন্থি খ. তেলগ্রন্থি

গ. স্বেদগ্রন্থি ঘ. লোমকূপ

৩১. কোনটি খাদ্যবস্তুকে লালার সঙ্গে মিশ্রিত করতে সাহায্য করে?

ক. দাঁত খ. জিব

গ. মাড়ি ঘ. আলজিব

৩২. শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে কোথায়?

ক. জিবে খ. নাকে

গ. কানে ঘ. ত্বকে

৩৩. স্টেপিসের কাজ কী?

ক. দেখা খ. স্বাদ গ্রহণ

গ. শব্দ শোনা ঘ. শব্দ পরিবহণ

৩৪. মধ্যকর্ণের তিনটি অংশ—

i. ম্যালিয়াস

ii. স্টেপিস

iii. ইনকাস

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. ত্বকের স্তরের সংখ্যা কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩৬. চোখের রেটিনায় কয় ধরনের কোষ থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩৭. কথা বলা শিখতে হলে কোন অঙ্গের গুরুত্ব সবচেয়ে বেশি?

ক. কান খ. নাক

গ. জিব ঘ. চোখ

৩৮. আইরিশ কী দিয়ে তৈরি ?

ক. রড খ. কোন

গ. পেশি ঘ. সিলিয়ারি

৩৯. চোখের রেটিনায় থাকে—

i. রড ii. কোন

iii. ইনকাস

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. ককলিয়ার ভেতরে কী থাকে?

ক. শ্রবণসংবেদি কোষ

খ. স্যাকুলাস

গ. পেশি

ঘ. সিলিয়ারি

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. ক ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ক ৩৬ .ক ৩৭. ক ৩৮. গ ৩৯. ক ৪০. ক


কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা