অধ্যায় ৪

২৩. আধুনিক পর্য়ায় সারণির মূল ভিত্তি কী?

ক. পারমাণবিক সংখ্যা

খ. পারমাণবিক ভর

গ. আপেক্ষিক পারমাণবিক ভর

ঘ. ইলেকট্রন বিন্যাস

২৪. কোনটি মুদ্রা ধাতু?

ক. লিথিয়াম খ. ক্রোমিয়াম

গ. গোল্ড ঘ. মার্কারি

২৫. হ্যালোজেন শব্দের অর্থ কী গঠনকারী?

ক. চিনি খ. গ্যাস

গ. লবণ ঘ. পানি

২৬. পারদ বা মার্কারি—

i. একটি তরল পদার্থ

ii. পর্যায় সারণিতে এর অবস্থান ৬ষ্ঠ পর্যায়ে

iii. এর সর্ববহিঃস্থ শক্তিস্তরে ২টি ইলেকট্রন বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের সারণির একটি অংশ বিশেষ লক্ষ করে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৭. উল্লিখিত গ্রুপটির পঞ্চম মৌলটির নাম কী?

ক. বেরিলিয়াম খ. রুবেডিয়াম

গ. বেরিয়াম ঘ. ক্যালসিয়াম

২৮. X মৌলটি—

i. একটি মৃৎক্ষার ধাতু

ii. আকারে Ra অপেক্ষা ছোট

iii. Mg অপেক্ষা অধিক সক্রিয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৩.ঘ ২৪. গ ২৫. গ ২৬. ঘ

২৭. গ ২৮. ঘ