মুহাম্মদ সিরাজুল ইসলাম

এসএসসি পরীক্ষায় তোমার বিষয়গুলোর ওপর যথাযথ প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন বিষয়ে যত বেশি পারা যায় অনুশীলন বা রিভিশন দিতে হবে। কোনো ভুল–ভ্রান্তি থাকলে তা সংশোধন করতে হবে।

মূল পরীক্ষা যাতে সুন্দর ও ঠিকভাবে দেওয়া যায় এ জন্য মনোবল ঠিক রাখতে হবে। প্রস্তুতিতে কোনো ধরনের অবহেলা করা যাবে না। করোনার কারণে দুই বছর পড়াশোনায় ঘাটতি থাকতে পারে। কোনো বিষয়ে যদি বোঝার কোনো ঘাটতি বা সংশয় থাকে, তাহলে শ্রেণিশিক্ষকদের বা গৃহশিক্ষকের পরামর্শ নেবে। পরীক্ষা নিয়ে তোমরা কোনো ধরনের মানসিক চাপে ভুগবে না। তোমরা যা পড়েছ, তার মধ্য থেকেই প্রশ্নগুলো আসবে। অভিভাবকদের প্রতি পরামর্শ হলো, সন্তানদের পরীক্ষার প্রস্তুতির জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করবেন। ছেলেমেয়েরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে পড়ালেখা করতে পারে, তার জন্য সহযোগিতা করবেন। সন্তানদের কোনো ধরনের মানসিক চাপ দেবেন না। পরীক্ষার সময় তাদের পুষ্টিকর খাবার দেবেন। তারা যেন সুস্থ থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন।

মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম