মিনু
৬১. ‘মিনু’ গল্পে ‘গপগপা’ কিসের নাম?
ক. কয়লার খ. বাসনের
গ. মিটসেফের ঘ. উনুনের
৬২. মিনু অবসর পেলেই কোথায় যায়?
ক. মাঠে খ. ছাদে
গ. হাটে ঘ. পথে
৬৩. ‘মিনু’ গল্পে ‘বাবা বিদেশ গেছে’-উক্তিটি কার?
ক. ঠাকুরমার খ. মাসিমার
গ. পিসিমার ঘ. পিসেমশায়ের
৬৪. মিনু নীরবে সব কাজ করে কেন?
ক. পিসিমার সংসারে থাকে বলে
খ. বোবা–কালা বলে
গ. কাজের প্রতি আগ্রহ আছে বলে
ঘ. কল্পনায় থাকে বলে
৬৫. মিনু ছাদে এক মুহূর্তও দাঁড়াল না কেন?
ক. মিনুর শরীর খারাপ ছিল বলে
খ. পিসেমশাই ডাক দিয়েছেন বলে
গ. বাবা এসেছে মনে করে
ঘ. হলদে পাখি উড়ে যাবে বলে
৬৬. মিনুর বন্ধু হলো—
i. রান্নাঘরের বাসন
ii. চারটে গেলাস
iii. বাড়ির পিঁপড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, iii ও iii
৬৭. মিনু —
i. অবসর সময়ে খেলা করে
ii. মিটসেফটিকে শত্রু মনে করে
iii. কুঁই কুঁই শব্দ করে আনন্দ প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬৮. ‘মিনু’ গল্পটি পাঠকের —
i. অনুভূতিকে স্পর্শ করে
ii. মনে আলোড়ন সৃষ্টি করে
iii. মানবিক চেতনা জাগ্রত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯. মিনু ও বিমলার মতো মেয়েদের প্রতি আমাদের উচিত —
i. সহানুভূতিশীল হওয়া
ii. তাদের অনুভূতির মূল্যায়ন করা
iii. তাদের সাথে ভালো ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. ‘কালা’ শব্দের অর্থ কী?
ক. বধির খ. কৃশ
গ. কালো ঘ. অসুন্দর
সঠিক উত্তর
মিনু: ৬১.গ ৬২.খ ৬৩.খ ৬৪.খ ৬৫.গ ৬৬.গ ৬৭.খ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.ক
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা