সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১১. প্রিন্টারের মাধ্যমে কাগজে লেখার কালি হিসেবে কী ব্যবহৃত হয়?
ক. ড্রাম খ. টোনার
গ. রিবন ঘ. লেড
১২. ইলেকট্রনিক ভোটিং মেশিনে কীভাবে ভোট দিতে হয়?
ক. নাম টাইপ করে খ. বোতাম চেপে
গ. রিং বাজিয়ে ঘ. বাটন টাচ করে
১৩. ভোট প্রদানের ক্ষেত্রে প্রযুক্তির অবদান কোনটি?
ক. ইন্টারনেট
খ. ইলেকট্রনিক ব্যালট পেপার
গ. ইলেকট্রনিক মেইল
ঘ. ইলেকট্রনিক ভোটিং মেশিন
১৪. ভার্চ্যুয়াল অফিসের বিষয়টি প্রথম আলোচনায় আসে কত সালে?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৮০ সালে
গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৫ সালে
১৫. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
ক. ব্যাংক খ. ই-অফিস
গ. কল সেন্টার ঘ. কাস্টমার কেয়ার
১৬. প্রথম ভার্চ্যুয়াল অফিস শুরু হয় কত সালে?
ক. ১৯৮৩ সালে খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৯৭ সালে
১৭. ‘ড্রোন’ শব্দটি দ্বারা কী বোঝায়?
ক. পাইলট খ. প্লেন
গ. রোবট ঘ. কম্পিউটার
১৮. অফিস ব্যবস্থাপনায় আজকাল সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কোনটি?
ক. টেলিভিশন খ. রেডিও
গ. মোবাইল ঘ. কম্পিউটার
১৯. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কল্যাণে সম্ভব—
i. বিপজ্জনক কাজ রোবটের মাধ্যমে করানো
ii. পাইলটবিহীন বিমান চালানো
iii. ই-ক্লাসরুমের মাধ্যমে শিক্ষাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. একটি ই-ক্লাসরুম তৈরি করার জন্য প্রয়োজন—
i. প্রজেক্টর
ii. ইন্টারনেট সংযোগ
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ঘ ১৯.ঘ ২০.ঘ
মো. আবু সুফিয়ান, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল ও কলেজ, ঢাকা