সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৬১. নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোনটি?

ক. প্রোফেজ খ. ইন্টারফেজ

গ. মেটাফেজ ঘ. টেলোফেজ

৬২.উদ্ভিদকোষের বর্ণযুক্ত প্লাস্টিড হলো —

i. ক্লোরোপ্লাস্ট

ii. লিউকোপ্লাস্ট

iii. ক্রোমোপ্লাস্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. নিচের কোনটির প্রধান কাজ সালোকসংশ্লেষণে সহায়তা করা?

ক. ক্রোমোফিল খ. লিউকোফিল

গ. ক্লোরোফিল ঘ. ক্রোমাটোফিল

৬৪. সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট কিসে পরিণত হয়?

ক. মেসোফিলে খ. লিউকোপ্লাস্টে

গ. ক্লোরোফিলে ঘ. ক্রোমোপ্লাস্টে

৬৫. প্রতিবেদন সৃষ্টি করতে পারে কোন টিস্যু?

ক. স্নায়ু খ. পেশি

গ. যোজক ঘ. আবরণী

৬৬. প্লাস্টিড মুখ্য ভূমিকা রাখে —

i. উদ্ভিদের খাদ্য সংশ্লেষে

ii. বর্ণ গঠনে

iii. খাদ্য সঞ্চয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণ কোন রঞ্জক পদার্থের কারণে হয়?

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্যারোটিনয়েড

গ. ক্লোরোফিল-বি ঘ. লাইকোপেন

৬৮. রক্ত কোন ধরনের কলা?

ক. পেশি কলা খ. আবরণী কলা

গ. যোজক কলা ঘ. স্নায়ুকলা

৬৯. কোন বিশেষ অনৈচ্ছিক পেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে?

ক. ঐচ্ছিক পেশি খ. অনৈচ্ছিক পেশি

গ. হৃদপেশি ঘ. নিয়ন্ত্রণযোগ্য পেশি

৭০. হাড়ের গঠনের প্রধান উপাদান কোনটি?

ক. ফসফরাস খ. ক্যালসিয়াম

গ. সালফার ঘ. লোহা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.খ ৬২.খ ৬৩.গ ৬৪.ঘ ৬৫.ক ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.ঘ ৬৯.গ ৭০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)