সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
৪১. পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন ছিল কোনটি?
ক. ১৯৪৮ সালের নির্বাচন
খ. ১৯৫৪ সালের নির্বাচন
গ. ১৯৭০ সালের নির্বাচন
ঘ. ১৯৭২ সালের নির্বাচন
৪২. কোন দলটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয়?
ক. মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট
গ. প্রাদেশিক দল ঘ. কংগ্রেস
৪৩. মুসলিম লীগ কোন সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে একটি আসনেও জয় লাভ করেনি?
ক. ১৯৫২ সালের খ. ১৯৫৪ সালের
গ. ১৯৭০ সালের গ. ১৯৭১ সালের
৪৪. প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কবে দেশে সামরিক আইন জারি করেন?
ক. ১৯৫৮ সালের ৭ অক্টোবর
খ. ১৯৫৮ সালের ১৭ অক্টোবর
গ. ১৯৫৯ সালের ২৭ অক্টোবর
ঘ. ১৯৬৬ সালের ৭ অক্টোবর
৪৫. কে ১৯৬২ সালে একটি সংবিধান রচনা করেন?
ক. ইস্কান্দার মির্জা খ. আইয়ুব খান
গ. ইয়াহিয়া খান ঘ. জুলফিকার আলী
৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
ক. ১৯৬৫ সালের ২১ মার্চ
খ. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
গ. ১৯৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি
ঘ. ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি
৪৭. ছয় দফা মূলত কিসের দাবি ছিল?
ক. নির্বাচনের খ. ক্ষমতা হস্তান্তরের
গ. স্বায়ত্তশাসনের ঘ. স্বাধীনতার
৪৮. জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
ক. ১৬৭টি খ. ১৭৭টি
গ. ১৮৭টি ঘ. ২০৭টি
৪৯. আইয়ুব খানের আমলে ৬২ জন মন্ত্রীর মধ্যে বাঙালি ছিলেন কয় জন?
ক. ১৫ জন খ. ২০ জন
গ. ২২ জন ঘ. ২৫ জন
৫০. পাকিস্তানের প্রথম শ্রেণির পদে কত ভাগ বাঙালি অফিসার ছিলেন?
ক. ২৩ জন খ. ২৫ জন
গ. ২৭ জন ঘ. ৩০ জন
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.খ ৪২.ক ৪৩.গ ৪৪.ক ৪৫.খ ৪৬.খ ৪৭.গ ৪৮.ক ৪৯.গ ৫০.ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)