সমাজকর্ম ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১৩. সমাজকর্মের নৈতিক মানদণ্ড প্রণয়ন করা হয় কত সালে?

ক. ১৯০৫ সালে খ. ১৯৪২ সালে

গ. ১৯৬০ সালে ঘ. ১৯৭১ সালে

১৪. কোন কাজ বদলযোগ্য নয়?

ক. পেশাগত খ. বৃত্তিমূলক

গ. সেবামূলক ঘ. কল্যাণমূলক

১৫. ‘সক্ষমকারী পেশা’ বলতে কী বোঝায়?

ক. সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা

খ. সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা

গ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া

ঘ. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

১৬. কোন সংস্থা কর্তৃক সমাজকর্মের মূল্যবোধ নির্ধারিত হয়?

ক. IFSW খ. NASW

গ. ISWR ঘ. IER

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাহমুদ আমিন, প্রভাষক
সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ